হোম > বিশ্ব > এশিয়া

কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে বিস্ফোরণ, নিহত ৫

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে প্রায় অর্ধশত মানুষ। কাবুল পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, বুধবার (১১ জানুয়ারি) রাজধানী কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এই আত্মঘাতী হামলা হয়। এতে পাঁচজন নিহত হন। জাদরান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখছেন কর্মকর্তারা। বিস্ফোরণের পর কড়া নিরাপত্তাধীনে রয়েছে এলাকাটির চেক পয়েন্টগুলো এবং কয়েকটি মন্ত্রণালয়। 

তালেবান পরিচালিত তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা উস্তাদ ফারিদুন জানান, বিস্ফোরণে ২০ জন নিহত হয়েছে। হামলাকারী পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশের পরিকল্পনা করে ব্যর্থ হয় বলে জানান তিনি।

ঘটনাস্থলের কাছাকাছি একটি অফিসে এক ব্যক্তি বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পাওয়ার কথা জানিয়েছেন এবং বলেছেন, তাদের ভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। 

এলাকাটিতে তুরস্ক ও চীনসহ কয়েকটি দেশের দূতাবাস রয়েছে। বিস্ফোরণের বিষয়ে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

এদিকে হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। নিজস্ব সংবাদমাধ্যম ‘আমাক’ থেকে দেওয়া এক বিবৃতিতে দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠীটি। 

সম্প্রতি দেশটিতে বেশ কয়েকটি হামলা হয়েছে। ঘটেছে হতাহতের ঘটনাও, যার মধ্যে বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে আইএস। 

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে হামলায় নিহত বেড়ে ১৫, আহত ৪০ জনেরও বেশি

বন্ডাই বিচে আহত এই ব্যক্তি ইসরায়েলে হামাসের হামলার মুখেও পড়েছিলেন

বন্ডাই বিচে হামলাকারীর অস্ত্র কেড়ে নিয়ে প্রশংসায় ভাসছেন, কে এই পথচারী

বন্ডাই বিচে গুলির শব্দকে শুরুতে আতশবাজি ভেবেছিলেন অনেকে