হোম > বিশ্ব > এশিয়া

রাজনৈতিক নেতৃবৃন্দকেই সংকট উত্তরণের উপায় খুঁজতে বললেন শ্রীলঙ্কার সেনাপ্রধান 

শ্রীলঙ্কার সশস্ত্র বাহিনীর প্রধান দেশটিতে চলমান সংকট উত্তরণের উপায় খোঁজার আহ্বান জানিয়েছেন। তিনি দেশটির জনগণকে শান্ত থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করারও আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

এক ভিডিও বার্তায় জেনারেল শভেন্দ্র সিলভা দেশটির পার্লামেন্টের স্পিকারের প্রতি আহ্বান জানিয়েছেন যে তিনি যেন রাজনৈতিক দলগুলোর নেতাদের বৈঠকরে ব্যবস্থা করেন। নতুন প্রেসিডেন্ট শপথ গ্রহণের আগপর্যন্ত কীভাবে কী করা হবে, সে বিষয়ে ঐকমত্যে পৌঁছান। এবং আজ বুধবার সন্ধ্যার মধ্যেই আমাদের (সেনাবাহিনী) এবং জনগণকে এ বিষয়ে অবগত করা হয়। 

শভেন্দ্র সিলভা আরও জানিয়েছেন, দেশটির সেনাবাহিনী এবং পুলিশ সংবিধান মেনে চলবে। 

দেশটির সেনাপ্রধান সশস্ত্র বাহিনী ও পুলিশের সংবিধান মানার কথা বললেও এরই মধ্যে জনগণের সঙ্গে সশস্ত্র বাহিনীর আস্থার ঘাটতি দেখা দিয়েছে। দেশটির সশস্ত্র পুলিশ এরই মধ্যে বিক্ষোভকারীদের ওপর গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। 

বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কায় শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। দেশটির সংবিধান অনুসারে রনিল বিক্রমাসিংহে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টেরও দায়িত্ব পালন করবেন। আজ বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি সেনাবাহিনীকে এই নির্দেশ দেন। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন বলা হয়েছে, রনিল বিক্রমাসিংহে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে সেনাবাহিনীকে শৃঙ্খলা ফেরানোর নির্দেশ দিয়ে বলেছেন, ‘শৃঙ্খলা ফেরাতে যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন তাই নেওয়া হোক।’ 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, রনিল বিক্রমাসিংহে দেশটির তিন বাহিনীর কমান্ডার এবং প্রতিরক্ষাসচিবের সমন্বয়ে একটি কমিটি গঠন করেছেন। এই কমিটির দায়িত্ব হলো আইনশৃঙ্খলা ব্যবস্থা পুনরুদ্ধারে কাজ করা। 

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে

নববর্ষের ভাষণে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করলেন সি চিন পিং