হোম > বিশ্ব > এশিয়া

সিরিয়ায় সরকারপন্থী ও কুর্দিদের সংঘর্ষে নিহত অন্তত ২৫

সিরিয়ায় সরকারপন্থী বাহিনীর সঙ্গে কুর্দি বাহিনীর সংঘর্ষে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। পূর্ব সিরিয়ার দেইর এজোর প্রদেশের ধেইবান এলাকায় আসাদ সরকারের অনুগত সেনাদের সঙ্গে কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর মধ্যে দুই দিনের ভয়াবহ সংঘর্ষের পর নিহতের এই তথ্য জানানো হয়েছে আরব নিউজের প্রতিবেদনে।

কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক বাহিনী (এসডিএফ) বলেছে, গত সোমবার বন্দুকযুদ্ধ শুরু হওয়ার পর তারা অনুপ্রবেশকারী আসাদ সরকারের অনুগত বাহিনীকে সেই এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে। সরকারপন্থী বাহিনী ইউফ্রেটিস পার হলে জবাব হিসেবে তারা (এসডিএফ) বোমাবর্ষণ শুরু করে।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, দেইর ইজোরের উত্তর পূর্বে এসডিএফের অবস্থান থেকে ইউফ্রেটিস নদীই দক্ষিণ-পশ্চিমে সরকারপন্থী বাহিনীর অবস্থানকে আলাদা রেখেছিল। আসাদপন্থী যোদ্ধারা ইউফ্রেটিস নদী পার হলে সর্বশেষ এই সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে নিহতদের মধ্যে ২১ জন সরকারপন্থী এবং তিনজন এসডিএফ যোদ্ধা। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন।

উত্তর-পূর্ব ও উত্তর সিরিয়ায় এসডিএফ নিয়ন্ত্রিত অঞ্চলে কুর্দিরা সংখ্যাগরিষ্ঠ। কিন্তু দায়েশের বিরুদ্ধে অভিযানে তারা যেসব এলাকা দখল করেছে, সেখানে আরবরা সংখ্যায় বেশি।

চলতি মাসের শুরুর দিকেও একই এলাকায় আরব জাতিগোষ্ঠীর সঙ্গে এসডিএফের সংঘর্ষ হয়েছিল। সে সময় ১০ দিনের ওই সংঘর্ষে নিহত হন ৯০ জন। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্যানুসারে, আগের সংঘর্ষের পর সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে পালিয়ে যাওয়া কিছু আরব যোদ্ধা এই সপ্তাহের হামলায় অংশ নিয়েছিলেন।

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার