হোম > বিশ্ব > এশিয়া

৮২৭ কোটি ডলারে নতুন ইজেস জাহাজ বানাবে জাপান

ঢাকা: ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইজেস জাহাজ বানাবে জাপান। এ জন্য ব্যয় হবে কমপক্ষে ৮২৭ কোটি মার্কিন ডলার। দেশটির সংবাদমাধ্যম আসাহির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দেশটিতে গত বছর স্থলভিত্তিক দুটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্প বাতিল হয়। সেই দুটি প্রকল্পে যে ব্যয় ধরা হয়েছিল নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইজেস জাহাজ বানাতে খরচ হবে তার দ্বিগুণ। এ নিয়ে এরই মধ্যে শোরগোল শুরু হয়েছে। এই ব্যয় নির্ধারণের সঙ্গে জড়িত মন্ত্রীরা সংসদে প্রশ্নের মুখোমুখি হতে পারেন বলে মনে করা হচ্ছে। কারণ, তাঁরা এখন পর্যন্ত এই ব্যয়ের বিস্তারিত তুলে ধরেননি।

জাহাজ নির্মাণ প্রস্তাবের সঙ্গে জড়িত একজন গত অক্টোবরে রয়টার্সকে জানিয়েছিলেন, স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্প তৈরিতে যে সময় লাগত, তার চেয়ে এজেস জাহাজ তৈরিতে তিন বছর বেশি সময় লাগবে। আর দ্বিগুণ নির্মাণ ব্যয় তো রয়েছেই।

এ জাহাজে থাকবে শক্তিশালী নতুন লকহিড মার্টিন কর্প রাডার, যা ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারবে।

গত জুনে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী তারো কোনো ৪০০ কোটি ডলারের স্থলভিত্তিক প্রকল্প দুটি বাতিল ঘোষণা করেন। এর পেছনে প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র হামলায় স্থানীয়দের ক্ষতির আশঙ্কাকে মূলত বিবেচনা করা হয়েছিল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এজেস জাহাজ তৈরিতে যে ব্যয় প্রাথমিকভাবে ধরা হয়েছে, তা আরও বাড়তে পারে। উচ্চতর নির্মাণ কৌশল, রাডার সংযোজন, কর্মী ও রক্ষণাবেক্ষণ মিলে এ ব্যয় আরও বাড়তে পারে। শুধু তাই নয়, এ ধরনের জাহাজ একটি বানালেই জাপানের চলবে। তার দরকার পড়বে অন্তত ছয়টি জাহাজের। কারণ, অন্তত দুটি জাহাজকে একসঙ্গে অভিযানে নামতে হবে, যাতে রাডারকে ফাঁকি দিয়ে কোনো ক্ষেপণাস্ত্র কোনো একটিকে আক্রমণ করতে না পারে।

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট