হোম > বিশ্ব > এশিয়া

ঘূর্ণিঝড় মোখায় মিয়ানমারে জলোচ্ছ্বাস, বন্দরনগরী সিত্তে প্লাবিত

বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড়টি বর্তমানে মিয়ানমারের বন্দরনগরী সিত্তে অবস্থান করছে। শহরের ওপর দিয়ে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২১০ কিলোমিটার বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ঘূর্ণিঝড়ে মিয়ানমার উপকূলে জলোচ্ছ্বাসের ফলে সিত্তের বড় অংশ প্লাবিত হয়ে গেছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড়ে সিত্তে শহরের টিনের তৈরি ঘরগুলো উড়ে যেতে দেখা গেছে। এখন পর্যন্ত একটি নেটওয়ার্ক টাওয়ার ভেঙে পড়ার খবর পাওয়া গেছে।

ঘূর্ণিঝড়ের আগে বাংলাদেশ ও মিয়ানমারে প্রায় চার লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর একটি মোখা। ঘূর্ণিঝড়ে ভূমিধসের আশঙ্কা করছেন তাঁরা। এতে ব্যাপক হতাহত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।   

মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী সিত্তার একাংশ ইতিমধ্যে বন্যাকবলিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শহরের বাসিন্দাদের ভিডিওতে দেখা গেছে, ভবনগুলোর নিচতলায় পানি ঢুকে গেছে, বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্যা দেখা দিয়েছে।   

জাতিসংঘের মানবিক অফিসের (ওসিএইচএ) তথ্যমতে, রাখাইন রাজ্যজুড়ে এবং দেশের উত্তর-পশ্চিমে প্রায় ৬০ লাখ মানুষ ইতিমধ্যে মানবিক সহায়তা চাহিদাসম্পন্ন ছিল। এ অঞ্চলের প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘ ও স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট ভূমিধসের কারণে ওই অঞ্চলের যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। 

জাতিসংঘের স্থানীয় প্রতিনিধি রামানাথান বালাক্রিশনান বলেন, যে এলাকায় আগে থেকেই মানবিক সাহায্য জরুরি, সে এলাকায় এমন শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাত মানুষের জন্য দুঃস্বপ্ন। হাজার হাজার দুর্বল মানুষ যাদের এমন পরিস্থিতি মোকাবিলা করার ক্ষমতা ক্রমাগত সংকটের কারণে মারাত্মকভাবে হ্রাস পেয়েছে।  

দুই বছর আগে মিয়ানমারে জান্তা ক্ষমতায় আসার পর থেকে এ দেশে বিশৃঙ্খলা তৈরি হয়। দেশজুড়ে চলমান বিক্ষোভ দমন-পীড়নের পর, একটি প্রতিরোধ আন্দোলন বিভিন্ন ফ্রন্টে সামরিক বাহিনীর সঙ্গে লড়াই করছে। আজকের ঘূর্ণিঝড়ের বিষয়ে জান্তার এক মুখপাত্রকে রয়টার্সের পক্ষ থেকে কল করা হলে তিনি কোনো জবাব দেননি।

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট