গত মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালায় ইরান। এ হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। ইরানের দক্ষিণপূর্ব সীমান্তে এ হামলায় নিহত হয়েছেন ৭ জন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ৪ শিশু ও ৩ নারী রয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলাকে ‘অত্যন্ত সমন্বিত এবং বিশেষ লক্ষ্যবস্তুতে নির্ভুল সামরিক হামলার একটি সিরিজ’ বলে আখ্যা দিয়েছে।
গত মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানে ইরানের হামলায় ২ শিশু নিহত ও ৩ নারী আহত হন।
এদিকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় গতকাল বুধবার ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে ইসলামাবাদ। তেহরান থেকেও নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে দেশটি।