হোম > বিশ্ব > এশিয়া

বৃত্তি নিয়ে দুবাই যাচ্ছিলেন ১০০ আফগান নারী, বিমানবন্দরে আটকে দিল তালেবান 

দুবাই ভিত্তিক সংস্থা ‘আল-হাবতুর’ এর প্রধান জানিয়েছেন আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ প্রায় ১০০ জন নারীকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে কাবুল বিমানবন্দরে আটকে দিয়েছে। ওই নারীরা বৃত্তি নিয়ে একটি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার উদ্দেশে যাচ্ছিলেন। সংস্থাটির প্রধান এসব নারীর উচ্চ শিক্ষা লাভে পৃষ্ঠপোষকতা করছিলেন। 

আজ বুধবার রাতে আল-আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, আল-হাবতুর গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খালাফ আহমাদ আল-হাবতুর সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাক্সে (টুইটার) একটি ভিডিও বার্তা পোস্ট করেন। 

ভিডিওতে হাবতুর দাবি করেন, তিনি ওই নারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অর্থায়ন করার পরিকল্পনা করেছিলেন। শুধু তাই নয়, ওই নারী শিক্ষার্থীদের দুবাই নিয়ে যেতে একটি বিমানও ভাড়া করেছিলেন। বুধবার সকালে আফগানিস্তানের কাবুল বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে নারী শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার কথা ছিল বিমানটির। 

ভিডিওতে হাবতুর বলেন, ‘এখানে যে মেয়েরা পড়তে আসছিল তাদের অনুমতি দিতে অস্বীকার করেছে তালেবান সরকার। ১০০ নারীকে আমি অর্থায়ন করেছিলাম। তারা তাদের বিমানে চড়তে অস্বীকার করায় আমরা ইতিমধ্যেই বিমান ভাড়া করে পাঠিয়েছি। তাদের জন্য এখানে থাকার ব্যবস্থাসহ শিক্ষার ব্যবস্থা করেছি।’ 

প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে মন্তব্যের জন্য তালেবান প্রশাসন এবং আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল সংবাদ সংস্থা রয়টার্স। কিন্তু কেউ কোনো সাড়া দেয়নি। 

আল-হাবতুর তাঁর ভিডিও বার্তায় আটকে যাওয়া এক শিক্ষার্থীর একটি অডিও জুড়ে দিয়েছিলেন। ওই অডিওতে নারী শিক্ষার্থীটি জানান, তাঁর সঙ্গে একজন পুরুষ অভিভাবক থাকার পরও কাবুলের বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁকে সহ অন্যদের বিমানে উঠতে বাধা দিয়েছে। 

উল্লেখ্য, ইতিপূর্বে তালেবান প্রশাসন আফগানিস্তানে ছাত্রীদের জন্য বিশ্ববিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা নিষিদ্ধ করেছে। এ ছাড়া আফগানিস্তান থেকে কোনো নারী বিদেশ কিংবা দূরের কোনো গন্তব্যে ভ্রমণ করতে চাইলে তাঁর সঙ্গে অবশ্যই স্বামী, বাবা বা ভাইয়ের মতো একজন পুরুষ সঙ্গে থাকার বাধ্যবাধকতা জারি করেছে।

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে