হোম > বিশ্ব > এশিয়া

করোনার উপসর্গ নিয়ে সিনোভ্যাক টিকার শীর্ষ বিজ্ঞানীর মৃত্যু

ইন্দোনেশিয়ায় চীনের তৈরি করোনার টিকা সিনোভ্যাকের ট্রায়ালের দায়িত্বে থাকা শীর্ষ বিজ্ঞানী নোভিলিয়া জাজফ্রি বাচ্চিয়া মারা গেছেন। গত বুধবার করোনার উপসর্গ নিয়ে তাঁর মৃত্যু হয়। ইন্দোনেশিয়ার গণমাধ্যমের বরাত দিয়ে এমনটি জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন। 

ইন্দোনেশিয়ায় ব্যাপকভাবে চীনের টিকা প্রয়োগ করা হচ্ছে। এর মধ্যেই দেশটিতে করোনার সংক্রমণও বেড়েছে।

ইন্দোনেশিয়ার বার্তা সংস্থা কুম্পারানের প্রতিবেদনে বলা হয়, নোভিলিয়া করোনায় মারা গেছেন। রাষ্ট্রীয় ওষুধ কোম্পানির একজন কর্মকর্তার বরাত দিয়ে সিন্দোনিউজের প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনেই তাঁকে কবর দেওয়া হয়েছে।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানবিষয়ক মন্ত্রী এরিক থোহির ইনস্টাগ্রামে একটি পোস্টে বলেছেন, বায়োফার্মা কোম্পানির জন্য এটি একটি বড় ক্ষতি। তবে তিনি নোভিলিয়ার মৃত্যুর কারণ জানায়নি।

চীনের বায়োফার্মা কোম্পানি নোভিলিয়ার মৃত্যু নিয়ে কোনো মন্তব্য করেনি। চীনের সিনোভ্যাকের ভ্যাকসিন নেওয়ার পর স্বাস্থ্যকর্মীদের মৃত্যু এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে।

ইন্দোনেশিয়ার স্বাধীন তথ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান লেপার কোভিড-১৯ জানায়, গত জুনে ১৩১ জন করোনা রোগীর মৃত্যু হয়। যাঁদের মধ্যে বেশির ভাগকেই সিনোভ্যাকের টিকা প্রয়োগ করা হয়েছিল। 

বিশ্বের অন্যান্য দেশের মতো ইন্দোনেশিয়ায়ও দাপট দেখাচ্ছে করোনার ডেলটা ধরন। দেশটিতে গত বুধবার প্রথমবারের মতো এক হাজারের বেশি মানুষ করোনায় মারা যান।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়ায় এ পর্যন্ত ২৩ লাখ ৭৯ হাজার ৩৯৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬২ হাজার ৯০৮ জন।

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার