গত ১৫ আগস্ট কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় বর্তমান শাসকগোষ্ঠী তালেবান। তখন তালেবানের ভয়ে সেদেশ থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে হাজার হাজার আফগান শরণার্থী। কিন্তু বেশ কয়েকজন বৃদ্ধ বা অতিবৃদ্ধ শরণার্থীর সঙ্গে নাবালিকা স্ত্রী দেখে হতবাক মার্কিন কর্মকর্তারা। তাদের মধ্যে অনেকেরই বয়স মাত্র ১২ বছর। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তান থেকে পালিয়ে আসতে মরিয়া হয়ে এই ‘বিত্তশালী’ বৃদ্ধদের সঙ্গে নাবালিকা কন্যার বিয়ে দিতে বাধ্য হয়েছে অনেক পরিবার। এদের অনেককেই আবার ধর্ষণের শিকার হতে হয়েছে বলে অভিযোগ।
কাতারের রাজধানী দোহায় আফগান শরণার্থীদের জন্য ‘ট্রানজিট ক্যাম্পে’ মার্কিন কর্মকর্তাদের কাছে এ বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে। আফগানিস্তান থেকে আসা ওই কিশোরীদের অনেকেই দাবি করেছে, দেশ ছেড়ে আসার বিনিময়ে তাদের ধর্ষিত হতে হয়েছে। ইতিমধ্যে এ ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র।
এর আগে বার্তা সংস্থা এপির একটি প্রতিবেদনেও বলা হয়, অনেক আফগান শরণার্থী নাবালিকা স্ত্রী নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। কীভাবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে, তার উপায় খুঁজছিলেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।