হোম > বিশ্ব > এশিয়া

২০ বছর পর জেমিমার জন্য হঠাৎ মন কেঁদে উঠল পাকিস্তানিদের

২০ বছর অনেক দীর্ঘ সময়। তবে পাকিস্তানিদের কাছে বরখাস্ত প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথকে ভুলে যাওয়ার জন্য এই সময়টি যথেষ্ট নয়। আজ মঙ্গলবার বিষয়টি আরও স্পষ্ট হলো।

দ্য প্রিন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি অভিযোগ করেছেন, ইমরান খান কারাগারে থাকা অবস্থায়ও তাঁর প্রচারণায় বিপুল অর্থ ঢালছেন জেমিমা গোল্ডস্মিথ। তবে এমন অভিযোগের ভিত্তিতে পাকিস্তানের অনেকেই জেমিমার পক্ষ নিয়ে তাঁকে শক্ত থাকার আহ্বান জানিয়েছেন। 

আজ নিউজকে দেওয়া বিশেষ ওই সাক্ষাৎকারে আসিফ আলী জারদারি দাবি করেন—ইমরান খানের পক্ষে যায় এবং তাঁর প্রতি মানুষের সহানুভূতি বাড়াতে কনটেন্ট তৈরি করার জন্য কিছু ব্লগারকে বিপুল অর্থ প্রদান করছেন জেমিমা। 

জারদারির অভিযোগের প্রতিবাদ জানিয়ে জেমিমাকে ‘একজন বিশ্বস্ত নারী’ আখ্যা দিয়ে পাকিস্তানি সেলিব্রেটি নাবিহা ইলিয়াস অ্যাক্স মাধ্যমে লিখেছেন, ‘আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলছি যে, বিশ্বের যেখানেই নারীর আনুগত্যের কথা বলা হবে সেখানেই জেমিমা খানের নাম উচ্চারিত হবে।’ 

জারদারির মন্তব্যের প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আরও অসংখ্য পাকিস্তানি জেমিমাকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন। মঙ্গলবার অনেকেই ইমরান খান ও জেমিমার পুরোনো ছবি ভিডিও শেয়ার করে তাঁদের সুসময়ের স্মৃতিচারণ করছেন। 

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, ২০ বছর আগে দুঃখ ভারাক্রান্ত হয়ে ইমরান খান জেমিমা গোল্ডস্মিথের সঙ্গে তাঁর বিয়ে বিচ্ছেদের বিষয়টি ঘোষণা করছেন। বিচ্ছেদের কারণ হিসেবে সে সময় ইমরান জানিয়েছিলেন—পাকিস্তানের মানুষ তাঁর (জেমিমা) মতো পাশ্চাত্যের একজন নারীকে গ্রহণ করার জন্য এখনো প্রস্তুত নয়। 

ইমরান খান ও জেমিমা গোল্ডস্মিথের পুরোনো কিছু ছবি একত্র করে আরও কিছু ভিডিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এই ভিডিওগুলোর ব্যাকগ্রাউন্ডে জুড়ে দেওয়া হয়েছে কিছু বিচ্ছেদ এবং দুঃখের গান। 

 ১৯৯৫ সালে ইমরান খানকে বিয়ে করার পর মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন জেমিমা গোল্ডস্মিথ। তারপরও ২০ বছর আগে ২০০৪ সালে ইমরানের সঙ্গে বিচ্ছেদের সময় জেমিমার জন্য পাকিস্তানিদের এতটা মন কাঁদেনি। সময়ের ব্যবধানে জেমিমা গোল্ড স্মিথ এখন আরও শক্তিশালী হয়ে আবির্ভূত হয়েছেন তাদের মনে। 

সাক্ষাৎকারে জেমিমার বিরুদ্ধে অভিযোগ ছাড়াও আসিফ আলী জারদারি আরও বলেছেন—জেলে থেকেও অনৈতিক অনেক সুবিধা গ্রহণ করছেন তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধান ইমরান খান। জারদারি দাবি করেছেন, জেলের মধ্যে ইমরান খানকে ব্যায়াম করার সরঞ্জাম সরবরাহ করা হয়েছে, বাড়িতে তৈরি খাবার পাঠানো হচ্ছে এবং আইনজীবীদের সঙ্গে নিয়মিত দেখা করতে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, আদালতের শুনানিতে ইমরান খানকে নিয়ে যাওয়ার জন্য একটি মার্সিডিস গাড়িও ব্যবহার করা হচ্ছে।

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২