হোম > বিশ্ব > এশিয়া

বার্ড ফ্লুর দুটি ধরনের সম্মিলিত সংক্রমণ, চীনে নারীর মৃত্যু

H3 N 2 এবং H10 N 5 বার্ড ফ্লু-এরই দুটি ধরন। সম্প্রতি এই দুটি ধরনের সম্মিলিত সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন এক চীনা নারী। পরে ওই নারীর মৃত্যু হয়। আজ বুধবার তাঁর শরীরে সম্মিলিত সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেছে চীনা কর্তৃপক্ষ। তারা এটাও জানিয়েছে যে, সংক্রমণটি পাখি থেকে মানুষের শরীরে প্রবেশ করলেও মানুষ থেকে মানুষে এটির ছড়ানোর সম্ভাবনা খুবই কম।

চীনের জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, আনহুই প্রদেশে যৌথ সংক্রমণে মারা যাওয়া ওই নারীর বয়স ছিল ৬৩ বছর। তাঁর শরীরে আরও বেশ কিছু সমস্যা ছিল। গত ৩০ নভেম্বর তাঁর কাশি, গলা ব্যথা, জ্বর এবং অন্যান্য উপসর্গ দেখা দেয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান গত ১৬ ডিসেম্বর।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, আক্রান্ত নারীর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের পরীক্ষার আওতায় আনা হয়েছিল। কিন্তু কারও শরীরেই ওই সম্মিলিত ধরনের সংক্রমণ শনাক্ত হয়নি।

সংস্থাটি বলছে, H10 N 5 ভাইরাসটির পুরো জিনোম সিকোয়েন্স বিশ্লেষণ করে দেখা গেছে, এটি অ্যাভিয়ান বংশোদ্ভূত অর্থাৎ পাখি থেকে এসেছে। আর কার্যকরভাবে এটি মানুষকে সংক্রমিত করার ক্ষমতা রাখে না। ফলে এই ভাইরাস আরও মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি কম।

উল্লেখ্য, চীনে খামার এবং বন্য মিলিয়ে বিভিন্ন প্রজাতির বিপুলসংখ্যক পাখি আছে। এর ফলে অ্যাভিয়ান ভাইরাসের সংমিশ্রণ এবং রূপান্তরের জন্য সেখানে একটি আদর্শ পরিবেশও রয়েছে

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত