হোম > বিশ্ব > এশিয়া

হিজাব পরে স্কুলে ফিরছে আফগান ছাত্রীরা

তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার তিন দিনের মধ্যেই হিজাব পরে স্কুলে ফিরতে শুরু করেছে হেরাত শহরের ছাত্রীরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

আফগান বাহিনীকে হারিয়ে চলতি মাসে একের পর এক এলাকা দখলে নেয় আফগানিস্তানের বিদ্রোহী গোষ্ঠী তালেবান। গত রোববার তালেবানের সদস্যরা কাবুল দখল করে। আর এর মাধ্যমেই আফগানিস্তানের নিয়ন্ত্রণ এসে পড়ে তালেবানের হাতে। এ সময়ে নিরাপত্তা সংকট ও ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় শিক্ষাপ্রতিষ্ঠানও। এমন পরিস্থিতিতে অনেকটাই বদলে গেছে আফগানিস্তানের স্বাভাবিক দৃশ্য। রাস্তায় রাস্তায় তালেবান সদস্যদের নিরাপত্তায় নেমেছেন।

 এ প্রসঙ্গে শিক্ষার্থী রোকিয়া বলে, আমরা অন্যান্য দেশের মতোই উন্নতি করতে চাই। আমরা আশা করি, তালেবান আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে। আমরা আর যুদ্ধ চাই না। এই দেশে শান্তি চাই। 
হেরাত ইরান সীমান্তবর্তী একটি শহর যা শিল্প-সাহিত্যের জন্য বিখ্যাত।

গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানিয়ে দিয়েছে, হিজাব পরে নারীরা চলাফেরা এবং কর্মস্থলে যোগ দিতে পারবে। এতে তালেবান কোনো বাধা দেবে না। 

পুনরায় স্কুল খোলায় হেরাত স্কুলের অধ্যক্ষ বসিরা বসিরতখা সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, হিজাব পরে অনেকেই স্কুলে ফিরেছে। 

 ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত শাসন করে তালেবান। তখন আফগানিস্তানে প্রাপ্ত বয়স্ক মেয়েদের শিক্ষা বন্ধ করে দেয় তালেবান সরকার।

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার