ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় দক্ষিণ কোরিয়াকে ধন্যবাদ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনকে ধন্যবাদ জানিয়ে একটি চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বাইডেন বলেছেন, দক্ষিণ কোরিয়ার এই পদক্ষেপ ইউক্রেনকে সমর্থন করার একটি শক্তিশালী বার্তা।
এর আগে আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইফট পেমেন্ট নেটওয়ার্ক থেকে রাশিয়ার ব্যাংকগুলোকে নিষিদ্ধ করে দক্ষিণ কোরিয়া। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে রপ্তানি নিয়ন্ত্রণ কঠোর করার সিদ্ধান্ত নেয়।
এদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গম ও ভুট্টার জন্য রাশিয়া ও ইউক্রেনের ওপর বহুলাংশে নির্ভর করে দক্ষিণ কোরিয়া। তবে দক্ষিণ কোরিয়ার উপ-অর্থমন্ত্রী লি ইয়োগ-ওইয়ন বলেছেন, জুন বা জুলাই পর্যন্ত জোগান দেওয়ার মতো যথেষ্ট শস্য মজুত আছে দেশটিতে।