হোম > বিশ্ব > এশিয়া

ফের নেপালের প্রধানমন্ত্রী হলেন ক্ষমতাচ্যুত কে পি শর্মা ওলি

ট্যাগ: 

ক্যাপশন:

ঢাকা: আইনপ্রণেতাদের আস্থা ভোটে হেরে যাওয়ার পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে আবারও নেপালের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারি দেশটির ক্ষমতাসীন দল নেপালের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান ওলিকেই আবার প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন।

নিজ দল ও জোট শরিকদের মধ্যে টানা কয়েক মাসের দ্বন্দ্বের পর গত সোমবার নেপালের প্রতিনিধি পরিষদে আইনপ্রণেতাদের আস্থা ভোটে হেরে গেলে প্রদানমন্ত্রীর পদ হারান কে পি শর্মা ওলি। পরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন প্রধানমন্ত্রীর নাম প্রস্তাবের আহ্বান জানান দেশটির প্রেসিডেন্ট। কিন্তু বিরোধী দল নেপালি কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ জোটকে একত্রিত করে প্রার্থী দিতে সমরর্থ্য হয়নি। এতে পার্লমেন্টে বৃহত্তম দলের নেতা হিসেবে ওলি প্রধানমন্ত্রীর পদে পূনর্বহাল হন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি প্রধানমন্ত্রী হিসবে কে পি শর্মা ওলিকেই আবার নিয়োগ দিয়েছেন বলে জানিয়েছে নেপালের প্রেসিডেন্ট কার্যালয়। আইনসভায় থাকা দলগুলোর মধ্যে অন্য দলগুলো সংখ্যাগরিষ্ঠতা অর্জন বা একজোট হয়ে অন্য কোনো প্রার্থীর নাম ঘোষণায় ব্যর্থ হয়েছে। এ অবস্থায় আইনসভায় থাকা বৃহত্তম দলের নেতা হিসেবে কে পি শর্মা ওলিই আবার প্রধানমন্ত্রী পদে নিয়োগ পেয়েছেন। নেপালের সংবিধানের ৭৮ (৩) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে প্রেসিডেন্ট ভান্ডারি এ নিয়োগ দেন। আজ শুক্রবার শীতল নিবাসে অনুষ্ঠেয় শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে ওলী এ দায়িত্ব আবার বুঝে নেবেন। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি।

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের