হোম > বিশ্ব > এশিয়া

ফের নেপালের প্রধানমন্ত্রী হলেন ক্ষমতাচ্যুত কে পি শর্মা ওলি

ট্যাগ: 

ক্যাপশন:

ঢাকা: আইনপ্রণেতাদের আস্থা ভোটে হেরে যাওয়ার পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে আবারও নেপালের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারি দেশটির ক্ষমতাসীন দল নেপালের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান ওলিকেই আবার প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন।

নিজ দল ও জোট শরিকদের মধ্যে টানা কয়েক মাসের দ্বন্দ্বের পর গত সোমবার নেপালের প্রতিনিধি পরিষদে আইনপ্রণেতাদের আস্থা ভোটে হেরে গেলে প্রদানমন্ত্রীর পদ হারান কে পি শর্মা ওলি। পরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন প্রধানমন্ত্রীর নাম প্রস্তাবের আহ্বান জানান দেশটির প্রেসিডেন্ট। কিন্তু বিরোধী দল নেপালি কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ জোটকে একত্রিত করে প্রার্থী দিতে সমরর্থ্য হয়নি। এতে পার্লমেন্টে বৃহত্তম দলের নেতা হিসেবে ওলি প্রধানমন্ত্রীর পদে পূনর্বহাল হন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি প্রধানমন্ত্রী হিসবে কে পি শর্মা ওলিকেই আবার নিয়োগ দিয়েছেন বলে জানিয়েছে নেপালের প্রেসিডেন্ট কার্যালয়। আইনসভায় থাকা দলগুলোর মধ্যে অন্য দলগুলো সংখ্যাগরিষ্ঠতা অর্জন বা একজোট হয়ে অন্য কোনো প্রার্থীর নাম ঘোষণায় ব্যর্থ হয়েছে। এ অবস্থায় আইনসভায় থাকা বৃহত্তম দলের নেতা হিসেবে কে পি শর্মা ওলিই আবার প্রধানমন্ত্রী পদে নিয়োগ পেয়েছেন। নেপালের সংবিধানের ৭৮ (৩) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে প্রেসিডেন্ট ভান্ডারি এ নিয়োগ দেন। আজ শুক্রবার শীতল নিবাসে অনুষ্ঠেয় শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে ওলী এ দায়িত্ব আবার বুঝে নেবেন। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি।

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া