হোম > বিশ্ব > এশিয়া

মিয়ানমারে শত শত বাড়িঘর পুড়িয়ে দিল জান্তা বাহিনী

মিয়ানমারের উত্তরাঞ্চলে তিন দিনের সামরিক অভিযানে শত শত বাড়িঘর পুড়িয়ে দিয়েছে সেনারা। দেশটিতে জান্তা বিরোধীদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার এমন অভিযোগ উঠেছে। 

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, সামরিক অভ্যুত্থানের জেরে মিয়ানমারের সাগাইং অঞ্চলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে জান্তা বিরোধী পিপলস ডিফেন্স ফোর্সের প্রতিরোধযোদ্ধাদের সঙ্গে প্রায়ই সংঘাতে জড়াচ্ছে জান্তা সদস্যরা। সবশেষ গেল সপ্তাহে কিন, আপার কিন ও কে তাউং গ্রামে শত শত বাড়িঘরে আগুন দিয়েছে সেনারা। 

কিনের এক বাসিন্দা জানান, জান্তা বাহিনীর হামলায় কিন গ্রামের মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি বলেন, তাঁর বাড়িসহ প্রায় দু শ বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। 

কে তাউং গ্রামের এক বাসিন্দা বলেন, ‘সেনাবাহিনীর সদস্যরা তল্লাশি অভিযানের পাশাপাশি আমাদের বাড়িঘর ধ্বংস করে দিয়েছে। তারা মোটর বোটগুলোও পুড়িয়ে দিয়েছে, যা আমরা যাত্রী পরিবহন ও খাবার বহনের জন্য ব্যবহার করি।’ 

সংবাদ সংস্থা এএফপির প্রকাশিত ড্রোন ভিডিওতে, ওই গ্রাম থেকে আকাশের দিকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইট চিত্রেও ওই সব গ্রামে আগুন দেওয়ার ঘটনার প্রমাণ পাওয়া গেছে। 

এর আগেও জান্তাদের বিরুদ্ধে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার এমন অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করে, বাড়িঘর ধ্বংসের জন্য পিপলস ডিফেন্স ফোর্সকে দায়ী করেছে জান্তা সরকার। 

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে

নববর্ষের ভাষণে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করলেন সি চিন পিং

নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৫২ শতাংশ, দাবি মিয়ানমারের জান্তা সরকারের