হোম > বিশ্ব > এশিয়া

তুরস্কে আবার ভূমিকম্প: নিহত ৩, আহত ২১৩ 

তুরস্কে নতুন করে দুটি ভূমিকম্প হয়েছে। এতে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ২১৩ জন। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের তল্লাশি করছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার রাত ৮টা ৪ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশে এ ভূমিকম্প হয়। প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪। এর ঠিক ৩ মিনিট পরেই ৫ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু বলেছেন, আন্তাকা, ডেফনে ও সামান্দাগে এলাকায় তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। জনগণকে সম্ভাব্য বিপজ্জনক ভবনগুলোতে প্রবেশ না করতে বলা হয়েছে। 

আন্তাকা শহরের রাস্তায় ভবন ধসে পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছে না। 

স্থানীয় বাসিন্দা মুনা আল-ওমর তাঁর সাত বছরের ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমার মনে হচ্ছিল, পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে।’ নতুন ভূমিকম্পের সময়ে তিনি শহরের কেন্দ্রস্থলে একটি পার্কে তাঁবুতে ছিলেন। 

১৮ বছর বয়সী আলী মাজলুম বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, আগের ভূমিকম্পে তিনি তাঁর পরিবারের সদস্যদের হারিয়েছেন। সবাইকে এখনো খুঁজে পাননি। তিনি ধ্বংসস্তূপের ভেতর স্বজনদের খুঁজছিলেন। এর মধ্যে নতুন করে ভূমিকম্প হলো। তিনি বলেন, ‘আমার সঙ্গে আরও কয়েকজন ছিল। আমরা বুঝতে পারছিলাম না কী করব। একে অপরকে জড়িয়ে ধরলাম। আমাদের চোখের সামনেই দেয়াল ধসে পড়তে লাগল।’ 

এদিকে নতুন এ ভূমিকম্পে সিরিয়াতেও অন্তত ৪৭০ জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন ভূমিকম্প মিশর ও লেবাননেও অনুভূত হয়েছে বলে বিবিসি জানিয়েছে। 

এর আগে গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার দক্ষিণ, পূর্ব ও উত্তর সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত উভয় দেশের ৪৬ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তুরস্কের কাহরামানমারাসে। 

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার