হোম > বিশ্ব > এশিয়া

প্রচণ্ড গরম, ফিলিপাইনে বিদ্যালয় বন্ধ

ভয়াবহ দাবদাহে ফিলিপাইনের স্কুলগুলোতে সরাসরি শিক্ষা কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। গ্রীষ্মমণ্ডলীয় দেশটির কিছু অংশে তাপমাত্রা অসহনীয় হয়ে ওঠায় গতকাল শুক্রবার এ ঘোষণা দেওয়া হয়েছে।

সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, দ্বীপপুঞ্জের ৫ হাজার ২৮৮টি স্কুলে সরাসরি শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে ৩৬ লাখেরও বেশি শিক্ষার্থী প্রভাবিত হবে বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

সাধারণত দ্বীপ দেশগুলোতে মার্চ, এপ্রিল ও মে মাস উষ্ণতম এবং শুষ্কতম হয়। কিন্তু এল নিনোর///////// প্রভাবে পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠেছে। 

ফিলিপাইনের বেশির ভাগ স্কুলে কোনো ধরনের শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই। শ্রেণিকক্ষে ধারণক্ষমতার বেশি শিক্ষার্থী ও পর্যাপ্ত বায়ু চলাচলের অভাবে নিয়মিত শিক্ষা কার্যক্রম চালু রাখা কষ্টকর হয়ে উঠছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয় এ-সংক্রান্ত এক নোটিশে স্কুলগুলোকে অতিরিক্ত গরম ও দাবদাহে সরাসরি শিক্ষা কার্যক্রম স্থগিত রাখার এখতিয়ার দেয়।

অনেক স্কুলেই দিনের সবচেয়ে উত্তপ্ত সময়টাতে শিক্ষা কার্যক্রম এড়াতে ক্লাসের সময় এরই মধ্যে কমিয়ে আনা হয়েছে। 

গতকাল ফিলিপাইনের রাষ্ট্রীয় আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, দেশটির বেশ কয়েকটি অঞ্চলে তাপমাত্রা ৪২ বা ৪৩ ডিগ্রি সেলসিয়াসের বিপজ্জনক মাত্রা অতিক্রম করতে পারে।

রাজধানী ম্যানিলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ‘চরম সতর্কতা’ স্তর অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এ সময় গরমের কারণে পেশিতে ব্যথা এবং ক্লান্তির সমস্যা তৈরি হতে পারে। প্রায় এক সপ্তাহ ধরে দেশটির রাজধানীসহ অন্য অঞ্চলে তাপমাত্রা ৪২ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত