হোম > বিশ্ব

কানাডায় সিগারেটই দেবে মৃত্যুর বার্তা

বিশ্বে প্রথমবারের মতো এবার সিগারেটের মধ্যেই ধূমপায়ীকে মৃত্যুর বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিচ্ছে কানাডা। 

‘সিগারেট ক্যানসারের কারণ’, ‘প্রতি টানেই বিষ’—ধূমপায়ীদের উদ্দেশে এ ধরনের বার্তা সাধারণত সিগারেটের প্যাকেটের গায়েই লেখা থাকে। এ ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে বার্তাগুলো সিগারেটের গায়েই লিখে দেওয়ার পরিকল্পনা করেছে কানাডার সরকার। 

বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। 

কানাডার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ১ আগস্ট থেকে বিষয়টি কার্যকর হবে। ২০৩৫ সালের মধ্যে দেশটিতে ধূমপানের হার ৫ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সিগারেটের গায়ে মৃত্যুর বার্তা লিখে দেওয়া ওই লক্ষ্য অর্জনের প্রাথমিক পদক্ষেপ। 

কানাডার মানসিক স্বাস্থ্য ও আসক্তিবিষয়ক মন্ত্রী ক্যারোলিন ব্যানেট এক বিবৃতিতে জানান, ধূমপানের কারণে দেশটিতে প্রতিবছর গড়ে ৪৮ হাজার মানুষের মৃত্যু ঘটে। 

ব্যানেট বলেন, ‘পৃথিবীতে আমরাই প্রথম দেশ, যারা আলাদাভাবে প্রতিটি সিগারেটের গায়েই সতর্কীকরণ বার্তা পৌঁছে দেবে।’ 

এর আগে ১৯৮৯ সাল থেকেই কানাডায় সিগারেটের প্যাকেটের গায়ে সতর্কীকরণ বার্তা লিখে দেওয়ার প্রচলন আছে। পরে অবশ্য এসব প্যাকেটের গায়ে সতর্কীকরণ ছবিও ব্যবহার করা হচ্ছে।

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

মেক্সিকোতে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ১৩ জনের মৃত্যু, আহত শতাধিক

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি