হোম > বিশ্ব

কানাডায় সিগারেটই দেবে মৃত্যুর বার্তা

বিশ্বে প্রথমবারের মতো এবার সিগারেটের মধ্যেই ধূমপায়ীকে মৃত্যুর বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিচ্ছে কানাডা। 

‘সিগারেট ক্যানসারের কারণ’, ‘প্রতি টানেই বিষ’—ধূমপায়ীদের উদ্দেশে এ ধরনের বার্তা সাধারণত সিগারেটের প্যাকেটের গায়েই লেখা থাকে। এ ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে বার্তাগুলো সিগারেটের গায়েই লিখে দেওয়ার পরিকল্পনা করেছে কানাডার সরকার। 

বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। 

কানাডার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ১ আগস্ট থেকে বিষয়টি কার্যকর হবে। ২০৩৫ সালের মধ্যে দেশটিতে ধূমপানের হার ৫ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সিগারেটের গায়ে মৃত্যুর বার্তা লিখে দেওয়া ওই লক্ষ্য অর্জনের প্রাথমিক পদক্ষেপ। 

কানাডার মানসিক স্বাস্থ্য ও আসক্তিবিষয়ক মন্ত্রী ক্যারোলিন ব্যানেট এক বিবৃতিতে জানান, ধূমপানের কারণে দেশটিতে প্রতিবছর গড়ে ৪৮ হাজার মানুষের মৃত্যু ঘটে। 

ব্যানেট বলেন, ‘পৃথিবীতে আমরাই প্রথম দেশ, যারা আলাদাভাবে প্রতিটি সিগারেটের গায়েই সতর্কীকরণ বার্তা পৌঁছে দেবে।’ 

এর আগে ১৯৮৯ সাল থেকেই কানাডায় সিগারেটের প্যাকেটের গায়ে সতর্কীকরণ বার্তা লিখে দেওয়ার প্রচলন আছে। পরে অবশ্য এসব প্যাকেটের গায়ে সতর্কীকরণ ছবিও ব্যবহার করা হচ্ছে।

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

কবিরাজিসহ প্রথাগত চিকিৎসার কার্যকারিতা খতিয়ে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী