হোম > বিশ্ব

কানাডায় সিগারেটই দেবে মৃত্যুর বার্তা

বিশ্বে প্রথমবারের মতো এবার সিগারেটের মধ্যেই ধূমপায়ীকে মৃত্যুর বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিচ্ছে কানাডা। 

‘সিগারেট ক্যানসারের কারণ’, ‘প্রতি টানেই বিষ’—ধূমপায়ীদের উদ্দেশে এ ধরনের বার্তা সাধারণত সিগারেটের প্যাকেটের গায়েই লেখা থাকে। এ ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে বার্তাগুলো সিগারেটের গায়েই লিখে দেওয়ার পরিকল্পনা করেছে কানাডার সরকার। 

বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। 

কানাডার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ১ আগস্ট থেকে বিষয়টি কার্যকর হবে। ২০৩৫ সালের মধ্যে দেশটিতে ধূমপানের হার ৫ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সিগারেটের গায়ে মৃত্যুর বার্তা লিখে দেওয়া ওই লক্ষ্য অর্জনের প্রাথমিক পদক্ষেপ। 

কানাডার মানসিক স্বাস্থ্য ও আসক্তিবিষয়ক মন্ত্রী ক্যারোলিন ব্যানেট এক বিবৃতিতে জানান, ধূমপানের কারণে দেশটিতে প্রতিবছর গড়ে ৪৮ হাজার মানুষের মৃত্যু ঘটে। 

ব্যানেট বলেন, ‘পৃথিবীতে আমরাই প্রথম দেশ, যারা আলাদাভাবে প্রতিটি সিগারেটের গায়েই সতর্কীকরণ বার্তা পৌঁছে দেবে।’ 

এর আগে ১৯৮৯ সাল থেকেই কানাডায় সিগারেটের প্যাকেটের গায়ে সতর্কীকরণ বার্তা লিখে দেওয়ার প্রচলন আছে। পরে অবশ্য এসব প্যাকেটের গায়ে সতর্কীকরণ ছবিও ব্যবহার করা হচ্ছে।

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

আরব আমিরাতকে বন্দর-সামরিক ঘাঁটি থেকে বের করে দিতে চায় সোমালিয়া, সব চুক্তি বাতিল

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা হাজার ছাড়ানোর শঙ্কা

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা