হোম > বিশ্ব

মেক্সিকোয় সমলিঙ্গদের গণবিয়ে 

মেক্সিকোয় স্থানীয় সময় গত শুক্রবার আয়োজন করা হয়েছিল এক ব্যতিক্রমধর্মী গণবিয়ের। দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে কয়েক শ সমলিঙ্গ যুগলের জন্য গণবিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়। করোনা ভাইরাস মহামারির কারণে প্রায় দুই বছর স্থগিত থাকার পর স্থানীয় প্রশাসনের সহায়তায় এই গণবিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের অনুষ্ঠান শেষে প্রাইড প্যারেডে অংশ নেওয়ার কথা ছিল যুগলদের। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গণবিয়ের অনুষ্ঠানে ফেলিক্স মেন্ডেলসনের ঐতিহ্যবাহী ‘ওয়েডিং মার্চ’ গানটি বাজানো হয়। এ সময়, অধিকাংশ যুগল একই রং এবং ডিজাইনের পোশাক পরে অনুষ্ঠানে হাজির হন। তাঁরা সমবেত স্বরে বিয়ের শপথ পাঠ করেন। আবার অনেক নববিবাহিত যুগল তাঁদের রংধনু আঁকা মাস্ক খুলে জনসমক্ষে তাঁর সঙ্গীকে চুমুও দেন।

স্থানীয় প্রশাসনের আয়োজনে ওই বিয়েতে প্রশাসনের পক্ষ থেকে যুগলদের জন্য আর্থিক সহায়তাও দেওয়া হয়। রংধনু আঁকা একটি বড় আকারের কেক কেটে সবার মধ্যে বিতরণ করা হয়। 

বিয়েতে আসা মিগুয়েল দেলগাদো বলেন, ‘সত্যি বলতে আমরা দীর্ঘ সময় ধরে এমনটা করার জন্য অপেক্ষায় ছিলাম। কিন্তু করোনা মহামারির কারণে আমরা তা করতে পারিনি। তো একবার যখন সুযোগটি পেলাম তখন আমরা তা কাজে লাগাতে দ্বিধা করিনি।

এর আগে, মেক্সিকোর রাজধানী ২০১০ সালে সমলিঙ্গ বিয়ে বৈধ করে। সে সময়, মেক্সিকোর ৩২টি রাজ্যের মধ্যে ২৬ রাজ্যই মেক্সিকো সিটির অনুকরণে সমলিঙ্গ বিয়ে বৈধ করে।

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক