হোম > বিশ্ব

টিকা পৌঁছাল অ্যান্টার্কটিকায়

বিশ্বজুড়ে করোনার প্রতিষেধক হিসেবে ব্যবহার শুরুর ৯ মাস পর দক্ষিণ মেরুর মহাদেশ অ্যান্টার্কটিকায় পৌঁছেছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা। বৃহস্পতিবার এক প্রতিবেদনে বিবিসি জানায়, বরফাচ্ছাদিত অ্যান্টার্কটিকায় যুক্তরাজ্যের গবেষণা কেন্দ্র ব্রিটিশ রোথেরা রিসার্চ স্টেশনে কর্মরত ২৩ কর্মীকে করোনার টিকা দেওয়ার জন্য সেখানে পাঠানো হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার সাম্প্রতিক এই চালান।

যুক্তরাজ্যের ব্রিজ নর্টন বিমানবন্দর থেকে রওনা হয়ে ১০ হাজার মাইল পথ পাড়ি দিয়ে গত মঙ্গলবার অ্যান্টার্কটিকার বিমানবন্দরে পৌঁছায় টিকার চালানবাহী ব্রিটিশ রয়্যাল ফোর্সের একটি ভয়জার বিমান। সেখান থেকে একটি ছোট উড়োজাহাজে করে টিকাগুলো নেওয়া হয় রোথেরা গবেষণা কেন্দ্রে। অ্যান্টার্কটিকায় জনবসতি না থাকলেও, মহাদেশটিতে বিভিন্ন দেশের গবেষণা কেন্দ্র রয়েছে।

উল্লেখ্য, অ্যান্টার্কটিকায় জনবসতি তেমন নেই বললেই চলে। তবে মহাদেশটিতে রয়েছে বিভিন্ন দেশের গবেষণা কেন্দ্র। বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রে জানা গিয়েছিল, অ্যান্টার্কটিকায় চিলির গবেষণা কেন্দ্রে কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে এরপর সেখানে আরও কেউ করোনায় আক্রান্ত হয়েছেন-এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

চেলসি ক্লাব বিক্রির অর্থ ইউক্রেনকে দিতে হবে—রুশ ধনকুবেরকে ব্রিটিশ আলটিমেটাম

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের