হোম > বিশ্ব

রোহিঙ্গা নিপীড়নে মিয়ানমারের নিন্দা জানিয়ে জাতিসংঘে সর্বসম্মত প্রস্তাব

জাতিসংঘ সাধারণ পরিষদের থার্ড কমিটিতে মিয়ানমারের রোহিঙ্গাসহ অন্য কয়েকটি দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ছয়টি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) রাতে এই প্রস্তাব গৃহীত হয়। রোহিঙ্গাবিষয়ক প্রস্তাবটি যৌথভাবে উত্থাপন করে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এবারের প্রস্তাবে ১০৯টি দেশ সমর্থন দিয়েছে। 

জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিয়ানমারে মানবাধিকার-সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। মিয়ানমারের নিরাপত্তা ও সশস্ত্র বাহিনীর দ্বারা সংঘটিত রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতনের নিন্দা জানিয়েছে সাধারণ পরিষদ। মিয়ানমারের সেনাবাহিনীকে অবিলম্বে সমস্ত সহিংসতা বন্ধ করতে, ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার প্রদান এবং স্বাধীন তদন্তের মাধ্যমে দায়মুক্তির অবসানের আহ্বান জানানো হয়েছে। 

মানবিক সংকট সৃষ্টি, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা হুমকির মুখে ফেলায় এবং জনগণের ওপর নৃশংসতা চালানোর জন্য মিয়ানমারের সামরিক জান্তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে বলে প্রস্তাব আনা হয়েছে।

এ ছাড়া রোহিঙ্গা নিধনের চলমান বিচার ও দায়বদ্ধতা নির্ধারণের প্রক্রিয়ার ওপর সজাগ দৃষ্টি বজায় রাখার কথা বলা হয়েছে। জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে চলমান মামলার অগ্রগতি এবং এই আদালতের প্রসিকিউশনের তদন্তকেও প্রস্তাবে স্বাগত জানানো হয়। 

এই প্রস্তাবনায় রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোয় বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে গৃহীত মানবিক প্রচেষ্টার স্বীকৃতি দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের ওপর মানবাধিকার লঙ্ঘনের জন্য ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে আইসিসি, আইআইএমএম ও অন্যান্য ন্যায়বিচার ব্যবস্থার সঙ্গে যেভাবে বাংলাদেশ সহযোগিতা অব্যাহত রেখেছে, তারও প্রশংসা করা হয়েছে এতে। 

মিয়ানমার পরিস্থিতি ছাড়াও ইরান, সিরিয়া, উত্তর কোরিয়া ও ক্রিমিয়ার মানবাধিকারবিষয়ক মোট ছয়টি খসড়া জাতিসংঘ সাধারণ পরিষদের থার্ড কমিটিতে অনুমোদন করা হয়। 

ট্রাম্পের যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের চেয়ে ‘গায়ের জোর’কেই প্রাধান্য দিচ্ছে: গুতেরেস

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

ভারত–পাকিস্তানসহ ট্রাম্পের ‘শান্তি পরিষদে’ ডাক পেল যেসব দেশ

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড