হোম > বিশ্ব

হেলিকপ্টার বিধ্বস্তের পর পানি খেতে চেয়েছিলেন বিপিন রাওয়াত 

ভারতের প্রতিরক্ষাপ্রধান ও সাবেক সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মাধুলিকা রাওয়াতসহ ১৩ জন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন। গতকাল বুধবার ভারতের তামিলনাড়ুতে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হেলিকপ্টার বিধ্বস্তের পর পানি খেতে চেয়েছিলেন বিপিন রাওয়াত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

শিবকুমার নামের এক কন্ট্রাক্টর এনডিটিভিকে জানান, দুর্ঘটনার সময় তিনি তাঁর ভাইয়ের সঙ্গে দেখা করতে একটি চা-বাগানে যাচ্ছিলেন। 

শিবকুমার বলেন, ‘তিনটি দেহ পড়ে থাকতে দেখেছি। এর মধ্যে একজন ছিলেন জীবিত। সে পানি চাইছিল। আমরা একটি বেডশিট দিয়ে মুড়িয়ে দিই। পরে তাঁকে উদ্ধারকর্মীরা নিয়ে যান। 

এ ঘটনার তিন ঘণ্টা পর একজন শিবকুমারকে জানান যে তাঁর কাছে যে পানি চেয়েছিল, তিনিই বিপিন রাওয়াত। সেই সঙ্গে বিপিন রাওয়াতের একটি ছবি বের করে দেখান। 

শিব কুমার বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এই লোকটি দেশের জন্য এত কিছু করেছে । এমনকি তাকে পানিও খাওয়াতে পারিনি। আমি সারা রাত ঘুমাতে পারিনি।’

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জেনারেল রাওয়াত। 

গতকাল বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে হেলিকপ্টারটি উড্ডয়নের কিছুক্ষণ পরই তামিলনাড়ুর নীলগিরিতে বিধ্বস্ত হয়। ১৪ জনের মধ্যে ছিলেন—জেনারেল রাওয়াত, তাঁর স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো ও বিমানবাহিনীর কর্মীরা। এ দুর্ঘটনায় একজন মাত্র ব্যক্তি বেঁচে আছেন। তাঁর নাম বরুণ সিং। তিনি ভারতীয় সেনাবাহিনীর পাইলট। 

এক বছরে ইউক্রেনের ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলের দাবি রাশিয়ার

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ক্রিপ্টোমাইনিংয়ে কাজে লাগাতে চান ট্রাম্প: পুতিন

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা