হোম > বিশ্ব

ইকুয়েডরে কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত কমপক্ষে ৬৮

ইকুয়েডরের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় কমপক্ষে ৬৮ জন বন্দী নিহত হয়েছেন। স্থানীয় সময় গত শুক্রবারের এই দাঙ্গার ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। দক্ষিণ আমেরিকার দেশটির ওই একই কারাগারে গত সেপ্টেম্বরে পৃথক একটি দাঙ্গায় কমপক্ষে ১১৬ জন বন্দী নিহত হয়েছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

 কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, ইকুয়েডরের গুয়াইয়াস প্রদেশের গুয়াইয়াকুইল শহরের পেনিটেনসিয়ারিয়া দেল লিটোরাল কারাগারে গত শুক্রবার সন্ধ্যায় এই  দাঙ্গার ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে সেখানে সন্ত্রাসী গ্রুপগুলোর দ্বন্দ্বের কারণেই এই রক্তক্ষয়ী দাঙ্গার ঘটনা ঘটেছে। পুলিশ কারাগারের ভেতরে বন্দুক ও বিস্ফোরক দ্রব্য পেয়েছে। দাঙ্গা নিয়ন্ত্রণের জন্য কারাগারটিতে সেনা মোতায়েন করেছে ইকুয়েডর সরকার।  

 চলতি বছর ইকুয়েডরে কারাগারে দাঙ্গার ঘটনায় প্রায় ৩০০ জন কয়েদি নিহত হয়েছেন। তবে গত সেপ্টেম্বরের ওই দাঙ্গা ছিল ইকুয়েডরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ।  

 একটি টুইট বার্তায় ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো বলেন, যারা স্বজন হারিয়েছে তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি।  বিশৃঙ্খল পরিস্থিতি থেকে লাভবান মাফিয়াদের বিরুদ্ধে লড়াই করার জন্য নতুন ব্যবস্থা নেওয়া দরকার ছিল। 

 কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইকুয়েডরের কারাগারে প্রায় ৯ হাজার কয়েদি রয়েছে। গুয়াইয়াকুইল শহরের পেনিটেনসিয়ারিয়া দেল লিটোরাল কারাগারটি ৫ হাজার ৩০০ কয়েদির জন্য তৈরি করা হয়। তবে বর্তমানে এতে ৮ হাজার ৫০০ কয়েদি রয়েছেন। 

ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বেঁচে ফেরা ২ শিক্ষার্থী বেঁচেছিলেন স্কুল জীবনেও

বন্ডাই বিচে গুলির শব্দকে শুরুতে আতশবাজি ভেবেছিলেন অনেকে

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

বন্ডাই বিচে সন্ত্রাসী হামলায় শনাক্ত কে এই নাভিদ আকরাম

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে গুলি, নিহত অন্তত ১০

এইচ–১বি ভিসা ফি বৃদ্ধি: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যের মামলা

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইসিসের হামলার জবাব দেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিতে নিহত ২, আহত ৮