হোম > বিশ্ব

বিশ্বে করোনায় শনাক্ত কমেছে, বেড়েছে মৃত্যু

করোনায় বিশ্বে গত ২৪ ঘণ্টায় শনাক্ত কমেছে। তবে শনাক্ত কমলেও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৬৯৬ জন, যা আগের দিনের তুলনায় ২১ হাজার ৫৩৯ জন কম। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৩৭ জন, যা আগের দিনের তুলনায় ১৮৬ জন বেশি। 

আজ মঙ্গলবার পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে। 

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪৩ হাজার ৬১ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪১৫ জনের। এ পর্যন্ত দেশটিতে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৬৪ লাখ ৬ হাজার ১৮৬ জন এবং মারা গেছেন ৭ লাখ ৫৭ হাজার ৬৯০ জন। 

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩৭ হাজার ৯৩০ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৬৯ জনের। এ পর্যন্ত দেশটিতে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৮২ লাখ ৭৯ হাজার ৫৭৩ জন এবং মারা গেছেন ২ লাখ ৩১ হাজার ৬৬৯ জন। 

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৮৬৯ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৯ লাখ ৭০ হাজার ১২৭ জনের। করোনা থেকে সেরে উঠেছেন ২২ কোটি ১৯ লাখ ৫২ হাজার ৭১৩ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।        

গাজায় এনজিওর কার্যক্রম বন্ধ করল ইসরায়েল, ব্যাপক বিপর্যয়ের শঙ্কা

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি আর মাত্র ১০ শতাংশ বাকি: জেলেনস্কি

নববর্ষের ভাষণে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করলেন সি চিন পিং

ট্রাম্পের বাঁ হাতে নতুন কালশিটে দাগ, ফের আলোচনায় প্রেসিডেন্টের স্বাস্থ্য

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৫২ শতাংশ, দাবি মিয়ানমারের জান্তা সরকারের

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল