হোম > বিশ্ব > ভারত

মিয়ানমারে উলফার ক্যাম্পে ড্রোন হামলার দাবি, ভারতের অস্বীকার

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা (আই) দাবি করেছে, মিয়ানমারে তাদের ক্যাম্প লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। গতকাল শনিবার (১২ জুলাই) দিবাগত ভোররাতের দিকে চালানো এই ড্রোন হামলায় উলফার অন্তত তিনজন শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। তবে ভারতীয় সেনাবাহিনী এমন কোনো অভিযানের বিষয়ে অবগত থাকার কথা অস্বীকার করেছে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

উলফা (আই) কর্তৃক প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, গতকাল দিবাগত ভোররাত ২টা থেকে ৪টার মধ্যে ভারত-মিয়ানমার সীমান্ত বরাবর বেশ কয়েকটি ক্যাম্পে হামলা চালানো হয়। এতে তাদের লেফটেন্যান্ট জেনারেল নয়ন মেধি ওরফে নয়ন আসাম নিহত হয়েছেন এবং আরও ১৯ জন আহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, নয়ন আসামের শেষকৃত্য সম্পন্ন হওয়ার সময় ক্ষেপণাস্ত্র হামলায় উলফার (আই) আরও দুই জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিগেডিয়ার গণেশ আসাম ও কর্নেল প্রদীপ আসাম নিহত হয়েছেন।

এ ঘটনার পর ইশান আসাম নামের উলফার (আই) স্বঘোষিত একজন সেকেন্ড লেফটেন্যান্ট স্বাক্ষরিত একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। ওই বিবৃতিতে প্রতিশোধের হুমকি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ‘দখলদার বাহিনী যুদ্ধবিমান ব্যবহার করে আমাদের এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে। আমরা আসামের আদিবাসী জনগণকে জানাচ্ছি, ঔপনিবেশিক জাতির এই নৃশংস হামলার প্রতিশোধ নিতে আমরা বদ্ধপরিকর।’

সেনাবাহিনীর হামলা বা অভিযানের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে গুয়াহাটিতে অবস্থিত প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত বলেন, ভারতীয় সেনাবাহিনীর কাছে এমন কোনো অভিযানের তথ্য নেই।

অন্যদিকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও গোলাঘাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কোনো অভিযানের কথা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, আসাম পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত নয়। এ ধরনের কোনো অভিযান আসাম থেকে চালানো হয়নি। সাধারণত যখন এমন ঘটনা ঘটে, তখন ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি আসে, কিন্তু তারা এখনো কোনো বিবৃতি দেয়নি। হয়তো পরে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

জানা যায়, পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন উলফার (আই) ক্যাম্পগুলো মিয়ানমারে রয়েছে। তারা দীর্ঘদিন ধরে আসামের সার্বভৌমত্ব নিয়ে আলোচনা ছাড়া শান্তি আলোচনায় বসতে অস্বীকার করে আসছে। এর মধ্যে উলফার একটি অংশ ২০২৩ সালের ডিসেম্বরে কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে একটি ত্রিপক্ষীয় শান্তিচুক্তি স্বাক্ষর করেছিল।

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

ট্রাম্পের যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের চেয়ে ‘গায়ের জোর’কেই প্রাধান্য দিচ্ছে: গুতেরেস

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

ভারত–পাকিস্তানসহ ট্রাম্পের ‘শান্তি পরিষদে’ ডাক পেল যেসব দেশ