হোম > বিশ্ব

ব্রাজিলে ভূমিধসে ৪৪ জন নিহত, নিখোঁজ ৫৬ 

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে কয়েক দিনের টানা ভারী বৃষ্টিপাতে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন এবং ৫৬ জন নিখোঁজ রয়েছেন। গতকাল রোববার ব্রাজিল সরকার জানিয়েছে, মুষলধারের বৃষ্টিপাতের মধ্যেই উদ্ধারকারীরা নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছেন। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গতকাল উত্তর পূর্বাঞ্চলীয় পার্নাম্বুকো রাজ্যের রাজধানী রেসিফে একটি সংবাদ সম্মেলন করেছেন দেশটির আঞ্চলিক উন্নয়নমন্ত্রী ড্যানিয়েল ফেরেইরা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এখন পর্যন্ত ২৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৩ হাজার ৯৫৭ জন আশ্রয়হীন হয়েছেন এবং ৫ শ ৩৩ জনের ঘরবাড়ি ভেসে গেছে।’

ব্রাজিলের আবহাওয়া অফিস জানিয়েছিল, রোববারে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ঝড়ও হতে পারে। আবহাওয়া অফিসের সতর্ক বার্তা উল্লেখ করে ফেরেইরা বলেছেন, ‘এখন বৃষ্টি থেমে গেলেও আগামী কয়েক দিন আবহাওয়া এমন বিপর্যস্ত থাকতে পারে। এ জন্য সবাইকে সতর্ক খাকতে হবে।’ উপদ্রুত এলাকায় ১ হাজার ২০০ উদ্ধারকর্মী উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

স্থানীয় গণমাধ্যমে যেসব ছবি প্রকাশ করা হয়েছে, সেসব ছবিতে দেখা গেছে, উদ্ধারকারী স্বেচ্ছাসেবকেরা রেসিফ ও দোস গুয়াররাপেরের সীমান্তে জার্দিম মন্টেভার্ডে এলাকায় ধ্বংসস্তূপ পরিষ্কার করছেন। গত শনিবার ওই এলাকায় ঘরবাড়ি ভেঙে ও ভূমি ধসে ১৯ জন মারা গেছেন। 

লুইজ এস্তেভাও আগুয়ার নামের একজন স্থানীয় বাসিন্দা টিভি গ্লোবোকে বলেন, ‘কয়েক দিনের দুর্যোগে আমি আমার বোন ও ভগ্নিপতিসহ ১১ জন আত্মীয়কে হারিয়েছি।’ 

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো বলেছেন, তিনি আজই (সোমবার) দুর্যোগ কবলিত রেসিফ পরিদর্শনে যাবেন। 

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

মার্কিন নজর এড়িয়ে কীভাবে তেল পাচার করে ভেনেজুয়েলার গোপন নৌবহর

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র