হোম > বিশ্ব > ভারত

ইনস্টাগ্রামে প্রেম, দেখা করতে গিয়ে ত্রিপুরার জেলে বাংলাদেশি নারী

আজকের পত্রিকা ডেস্ক­

ত্রিপুরায় প্রবেশ করলে বিএসএফের হাতে ধরা পড়েন ওই নারী। ছবি: এনডিটিভি

সীমান্ত পেরিয়ে ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে ভারতে গিয়ে এখন ত্রিপুরায় জেলে বন্দী আছেন এক বাংলাদেশি নারী। আট মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে তাঁর পরিচয় হয় কর্ণাটকের ছেলে দত্ত যাদবের সঙ্গে। দেখা করতে ত্রিপুরায় প্রবেশ করলে বিএসএফের হাতে ধরা পড়েন। তারপর জেলে মিলল ঠাঁই। অবৈধভাবে প্রবেশে সহায়তার অভিযোগে যাদবকেও জেলে পাঠানো হয়েছে।

বগুড়ার পালসা গ্রামের বাসিন্দা বগুড়ার ৩৫ বছর বয়সী গুলশানা আক্তার। গত বুধবার ভিসা বা পাসপোর্ট ছাড়াই সীমান্ত দিয়ে ত্রিপুরায় প্রবেশ করেন। গুলশানাকে নিতে বেঙ্গালুরু থেকে সিপাহিজলা জেলার হরিহরদোলা সীমান্ত গ্রামে আসেন দত্ত যাদব।

বিএসএফ তাঁদের দেখতে পেয়ে আটক করে ত্রিপুরা পুলিশের কাছে হস্তান্তর করে। বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের বিচারিক হেফাজতের আদেশ দেন। পুলিশ পাসপোর্ট আইন, বিদেশি আইন এবং ভারতীয় দণ্ডবিধি সংহিতা (বিএনএস), ২০২৩ অনুযায়ী পৃথক মামলা করেছে।

এনডিটিভির প্রতিবেদনে পুলিশের বরাতে জানানো হয়, গুলশানা আগে মুম্বাইয়ের একটি বিউটি পার্লারে এবং পরে বেঙ্গালুরুর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। সেখানেই কর্ণাটকের বিদার জেলার বাসিন্দা দত্ত যাদবের সাথে তাঁর পরিচয় হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গুলশানা বাংলাদেশে ফিরে এলেও যাদব তাঁকে ভারতে ফিরিয়ে নিতে চান।

ত্রিপুরা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘আমরা তদন্ত করছি। ওই নারীকে অবৈধভাবে সীমান্ত পার হতে সাহায্য করা হয়েছে কি না আমরা এটাও জানার চেষ্টা করছি যে এই ঘটনাটি মানব পাচার চক্রের অংশ কিনা। প্রয়োজনে আমরা পরে তাদের পুলিশি হেফাজতের আবেদন জানাতে পারি।’

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

মার্কিন নজর এড়িয়ে কীভাবে তেল পাচার করে ভেনেজুয়েলার গোপন নৌবহর

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী