হোম > বিশ্ব

মুহিবুল্লাহ হত্যা: জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের নিন্দা

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার প্রতিবাদ জানিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। এ ঘটনায় তদন্ত করতে বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে তারা। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র স্টেফানি ট্রেম্বলে বলেন, এ হত্যাকাণ্ডের তদন্ত করে দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় নিয়ে আসতে বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। 

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন এক বিবৃতিতে বলেছেন, মুহিবুল্লাহকে হত্যার ঘটনায় দুঃখভারাক্রান্ত ও বিভ্রান্তি বোধ করছি। বিশ্বজুড়ে রোহিঙ্গা মুসলমানদের অধিকার আদায়ে মুহিবুল্লাহকে সাহসী ও তুখোড় সমর্থক হিসেবে আখ্যায়িত করেছেন ব্লিংকেন। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁর হত্যাকাণ্ডের ঘটনায় স্বচ্ছ ও পূর্ণ তদন্তের আহ্বান জানাচ্ছি। 

গত বুধবার রাতে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে হত্যা করা হয় মুহিবুল্লাহকে। ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর গণহত্যা, ধর্ষণ ও অগ্নিকাণ্ড থেকে বাঁচতে ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। তাদের বড় একটি গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছিলেন মুহিবুল্লাহ। 

ইরানে মার্কিন অস্ত্র উদ্ধার ও বিদেশি সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

মার্কিনদের দ্রুত ইরান ছাড়তে বলল ট্রাম্প প্রশাসন

যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, যুক্তরাষ্ট্র চাইলে যাচাই করে দেখতে পারে: আরাগচি

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

আরব আমিরাতকে বন্দর-সামরিক ঘাঁটি থেকে বের করে দিতে চায় সোমালিয়া, সব চুক্তি বাতিল