টিকা নিয়ে ভুল তথ্যের ফলে মানুষের মৃত্যু হচ্ছে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এই সতর্কবার্তা দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রেজেন্টেশনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিশেষজ্ঞ ডাক্তার মারিয়া ভ্যান কেরখোভ বলেন, মহামারির বিরুদ্ধে লড়াইয়ে আমরা বনের বাইরে থেকে এখনো বের হতে পারিনি। যদিও অনেকে মনে করে যে এটি প্রায় শেষ হয়ে গেছে। গত সপ্তাহে ৩১ লাখ রোগী শনাক্ত হয়েছে বলে আমরা জেনেছি। মৃত্যু হয়েছে ৫৪ হাজারের বেশি মানুষের। তবে প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশি।
মারিয়া ভ্যান কেরখোভ আরও বলেন, কিছু শহরে আমরা দেখছি আইসিইউ (নিবিড় পরিচর্যা ইউনিট) এবং হাসপাতালগুলোতে মানুষ মারা যাচ্ছে । তবু মানুষের এমন আচরণ করছে, যেন এটি সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা সতর্ক করে বলেন, বিশ্ব যেভাবে করোনা নিয়ন্ত্রণ করতে চাইছে, এতে এই মহামারি দূর হবে না।