হোম > বিশ্ব

সড়কবাতির দিন শেষ, আলো দেবে উদ্ভিদ

সড়কের দুপাশের উদ্ভিদের পাতা থেকে বিচ্ছুরিত হবে আলো। সেই আলোয় আলোকিত হবে সড়ক। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষকেরা এমন আলোর উৎস তৈরির প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। 

এই কার্যক্রম সফল হলে সড়কবাতির প্রয়োজনীয়তা অনেকাংশেই কমে আসবে। নবায়নযোগ্য শক্তি হিসেবে কাজে লাগবে সূর্যের আলো। কমে আসবে বিদ্যুতের ব্যবহার। 

মার্কিন সংবাদমাধ্যম অপটিমিস্ট ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, 'উদ্ভিদ ন্যানোবায়োনিকস' প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞানীরা কাজটি করবেন। এই প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা জলকামান, তামাক, তুলসী, ডেইজি এবং হাতির কান পাতার মধ্যে লুসিফেরেজ ও লুসিফেরিন থেকে জ্বলজ্বলে উপাদান প্রবেশ করাবেন। এতে ওই উদ্ভিদগুলো সূর্য বা এলইডি লাইটের মতো দৃশ্যমান বা অতিবেগুনি আলো শোষণ এবং সঞ্চয় করে অন্ধকারে ফসফোরসেন্স হিসেবে ছেড়ে দিতে পারবে। 

এই গবেষণার অন্যতম গবেষক শিলা কেনেডি বলেন, 'জীবন্ত উদ্ভিদের নবায়নযোগ্য রাসায়নিক শক্তির সঙ্গে অন্তর্নিহিত আলো তৈরির পদক্ষেপটি একটি সাহসী উদ্যোগ। এতে আলোর জন্য বৈদ্যুতিক শক্তির ব্যবহারেও মৌলিক পরিবর্তন আসবে।' মাত্র ১০ সেকেন্ড এলইডি আলোর উপস্থিতি গাছগুলোকে আগের তুলনায় ১০ গুণ উজ্জ্বল এবং এক ঘণ্টা পর্যন্ত জ্বলতে সহায়তা করবে বলেও তিনি উল্লেখ করেন।

এই ন্যানো পার্টিক্যাল ইমপ্লান্ট উদ্ভিদের সালোকসংশ্লেষণসহ স্বাভাবিক ক্রিয়াকলাপে কোনো প্রতিকূল প্রভাব ফেলবে না। বিদ্যুতের ব্যবহার কমাতে সহায়তার পাশাপাশি মানুষসহ সব উদ্ভিদনির্ভর প্রজাতির জন্যও উপকারী হবে।

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

ইরানে মার্কিন অস্ত্র উদ্ধার ও বিদেশি সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

মার্কিনদের দ্রুত ইরান ছাড়তে বলল ট্রাম্প প্রশাসন

যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, যুক্তরাষ্ট্র চাইলে যাচাই করে দেখতে পারে: আরাগচি

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত