ঢাকা: আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬ তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শহিদ। গতকাল সোমবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯১টি ভোটের মধ্যে ১৪৩টি ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় সভাপতি নির্বাচিত হন আবদুল্লা শহিদ। খবর: হিন্দুস্তান টাইমস
এবারের ভোটে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শহিদের প্রতিদ্বন্দ্বী ছিলেন আফগান পররাষ্ট্রমন্ত্রী ডা. জালমে রাসসুল। তবে তিনি মাত্র ৪৮টি ভোট পেয়েছেন।
তিনি সাধারণ পরিষদের বর্তমান সভাপতি তুর্কি কূটনীতিক ভোলকান বোজকিরের স্থলাভিষিক্ত হবেন।
প্রতিবার পৃথক অঞ্চল থেকে সভাপতি নির্বাচিত করার নিয়ম রয়েছে জাতিসংঘে। নিয়ম অনুযায়ী ৭৬ তম অধিবেশনের সভাপতি হওয়ার কথা এশিয়া ও প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের দেশ থেকে। সেই নিয়ম অনুসারে মেনেই মালদ্বীপের আবদুল্লা সভাপতি হলেন।