হোম > বিশ্ব

সংঘাত বাড়বে বিশ্বজুড়ে

রয়টার্স, মাদ্রিদ

বিশ্বব্যাপী কার্বন নির্গমনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বৈশ্বিক উষ্ণতা, যা সামগ্রিকভাবে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বড় প্রভাবকের ভূমিকা পালন করছে। এর ফলে খাদ্যাভাবে পড়বে বিশ্বের অনেক মানুষ, বাড়বে স্বাস্থ্যঝুঁকি। বাড়বে প্রাকৃতিক দুর্যোগ এবং মানুষে মানুষে হানাহানিও। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব শঙ্কার কথা জানিয়েছে বৈশ্বিক থিংকট্যাংক ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি)।

সংস্থাটি বলছে, দিনদিন জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি খাদ্যের নিরাপত্তাহীনতা, পানির সংকট এবং প্রাকৃতিক দুর্যোগও বাড়ছে। তাই জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাবে সৃষ্ট ক্ষয়ক্ষতির কারণে আগামী দশকগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে সংঘাত বাড়বে।

প্রতিবেদনটি প্রস্তুত করতে জাতিসংঘ ও অন্যান্য উৎস থেকে প্রয়োজনীয় তথ্য নিয়েছে আইইপি। সংস্থাটির ইউরোপ, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার পরিচালক সার্জ স্ট্রোব্যান্টস জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা ৩০টি দেশকে শনাক্ত করা হয়েছে, যেখানে প্রায় ১২৬ কোটি মানুষের বাস। গত এক দশকে জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয় সবচেয়ে বেশি দেখা গেছে এসব দেশে। আর সেখানকার মোট জনসংখ্যার একটি বড় অংশ এরই মধ্যে খাদ্য, পানি ও আবাসনসংকটের মধ্যে পড়েছে, যার প্রভাবে সংঘাতও বাড়ছে।

সম্পদের অভাব-সম্পর্কিত তিনটি মানদণ্ড এবং বন্যা, খরা ও ক্রমবর্ধমান তাপমাত্রাসহ পাঁচটি দুর্যোগের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করেছে আইইপি। সংস্থাটির পরিচালক স্ট্রোব্যান্টস বলেন, ‘পরিবেশগত বিপর্যয়ের মুখে থাকা দেশগুলোর পুরো ব্যবস্থা ভেঙে পড়ার ঝুঁকি বোঝার জন্য আমাদের জলবায়ু পরিবর্তন পর্যন্ত যাওয়ার দরকার নেই, শুধু এই আটটি পরিবেশগত হুমকির প্রভাবই তা বোঝার জন্য যথেষ্ট।’

স্ট্রোব্যান্টস আরও বলেন, ‘সংগৃহীত তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, গত কয়েক বছর বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘাত ছড়িয়ে পড়ার যে প্রবণতা, সেখানে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগ ও সংকটের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে।’

 আইইপির প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন দেশে জনসংখ্যা বৃদ্ধির কারণে অতিরিক্ত মাত্রায় ব্যবহার করা হচ্ছে জীবাশ্ম জ্বালানি, ধ্বংস করা হচ্ছে বনাঞ্চল, যা দ্রুতগতিতে জলবায়ু পরিবর্তনের পাশাপাশি বাড়িয়ে তুলছে এর থেকে সৃষ্ট নানা সংকটও। আর এসব কারণেই ভবিষ্যতে দেশ, জাতি, মানুষ-নির্বিশেষে একে অপরের সঙ্গে সংঘাতে ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে।

দীর্ঘমেয়াদি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি। এই তালিকায় বাংলাদেশের অবস্থান এখন সপ্তম।

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

অস্তিত্বের সংকটে গাজা

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

সিরিয়ায় যুদ্ধবিরতির চুক্তি গেল ভেস্তে, সংঘাত তীব্রতর

কাবুলে চীনা রেস্তোরাঁয় বোমা হামলার দায় স্বীকার আইএসের

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

ইয়েমেনে আমিরাতের গোপন বন্দিশালা, মজুত করেছিল বিপুল বিস্ফোরক

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

সৌদি আরবে প্রবাসীদের কাজের সুযোগ কমছে, ১৮ পেশায় ৬০ শতাংশ ‘সৌদিকরণ’ বাধ্যতামূলক