হোম > বিশ্ব > ভারত

মহুয়াকে বিয়ে করলেন পিনাকী

তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র জীবনে নতুন অধ্যায় শুরু করলেন প্রাক্তন বিজেডি নেতা পিনাকী মিশ্রকে বিয়ে করে। ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়দের উপস্থিতিতে জার্মানির বার্লিনে এই বিয়ে অনুষ্ঠিত হয়। অনেকেই জানতে চাইছেন—কে এই পিনাকী মিশ্র, যিনি মহুয়ার সঙ্গী হলেন জীবনের পথে?

পিনাকী মিশ্র ওড়িশার বর্ষীয়ান রাজনীতিক। পেশায় একজন বিশিষ্ট আইনজীবী। দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে ইতিহাসে স্নাতক ও দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক হওয়ার পর, পিনাকী মিশ্র সুপ্রিম কোর্টে নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন অভিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট হিসেবে। সংবিধান, বাণিজ্যিক আইন ও আবগারি সংক্রান্ত মামলায় তাঁর পারদর্শিতা রয়েছে।

পিনাকীর রাজনৈতিক জীবনের শুরু ১৯৯৬ সালে, যখন তিনি কংগ্রেসের প্রার্থী হিসেবে ওড়িশার পুরী লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন। পরে তিনি বিজেডিতে যোগ দিয়ে ২০০৯, ২০১৪ ও ২০১৯ সালে একই কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করেননি।

তাঁর রাজনৈতিক ব্যক্তিত্ব যতটা শান্ত, ততটাই প্রজ্ঞাময়। সংসদে আইন ও বিচার বিষয়ক আলোচনায় তাঁর যুক্তিগ্রাহ্য বক্তব্য তাকে স্বীকৃতি এনে দিয়েছে। ওড়িশা ও দিল্লির রাজনৈতিক মহলে তিনি একজন পরিণত ও মার্জিত নেতা হিসেবে পরিচিত।

জার্মানিতে তাঁদের বিয়ের অনুষ্ঠানটি ছিল অত্যন্ত ব্যক্তিগত ও নিরিবিলি। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মহুয়া মৈত্রের পরনে ছিল দামী বেনারসি শাড়ি, আর পিনাকী মিশ্র সাদা কুর্তা-পাজামার সঙ্গে পরেছিলেন গোলাপি রঙের বুন্দি। এক ভিডিওতে তাঁদের হাসিমুখে কেক কাটতে ও নাচতে দেখা যায়, যা ভার্চুয়াল জগতে ভাইরাল হয়েছে।

এই বিয়ে দুটি অভিজ্ঞ জীবনের সম্মিলন। একদিকে মহুয়ার জোরালো রাজনৈতিক অবস্থান ও কণ্ঠস্বর, অন্যদিকে পিনাকীর পরিশীলিত আইনজীবীসুলভ দূরদৃষ্টি। রাজনৈতিক মহলে অনেকেই বলছেন, এই দম্পতি ভবিষ্যতে ভারতে এক প্রভাবশালী ও চিন্তাশীল জুটি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত