হোম > বিশ্ব

ড. ইউনূসকে অভিনন্দন জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। 

গত ১৪ আগস্ট যুক্তরাজ্য সময়ে অধ্যাপক ইউনূসকে পাঠানো এক অভিনন্দন বার্তায় স্টারমার বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় আমি আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আমরা আপনার ও অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি। কারণ এই সরকার একটি অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক ভবিষ্যতের পথে একটি শান্তিপূর্ণ উত্তরণের সুযোগ তৈরি করেছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত রয়েছে, যেখানে জাতির সামনে বিদ্যমান একাধিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আপনার নেতৃত্ব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সঙ্গে দৃঢ় ও স্থায়ী সম্পর্কের মূল্যায়ন করে যুক্তরাষ্ট্র। আর বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক এবং কমনওয়েলথ এ সম্পর্ককে আরও দৃঢ় করছে।’

সম্প্রতি ছাত্র আন্দোলনে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা ছাত্রদের এবং আরও অনেকের সাহসিকতাকে স্বীকৃতি দিয়েছি, যারা শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে বাংলাদেশের জন্য একটি ভিন্ন ভবিষ্যতের আহ্বান জানিয়েছেন।’

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

চীনে কানাডার প্রধানমন্ত্রী, শুল্কের গেরো খুলে বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক জোরদার

ট্রাম্পকে নোবেল পদক দিয়ে নামাঙ্কিত ব্যাগ পেলেন মাচাদো, কোনো আশ্বাস কি মিলল

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

ইরানে নিহত ২৪৩৫: মরদেহ জিম্মি করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবির অভিযোগ

ইরানের ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

নিজের নোবেল পদক ট্রাম্পকে দিলেন মাচাদো

গাজা শাসনে শান্তি পরিষদ গঠন করা হয়েছে—ঘোষণা ট্রাম্পের

ইরান হামলার ক্ষেত্রে সময় অনুকূলে—‘ইঙ্গিত’ দিচ্ছেন ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণার পরও ১০ জনকে হত্যা করল ইসরায়েল