হোম > বিশ্ব

অকল্যান্ডগামী বিমানে যান্ত্রিক ত্রুটি, আহত অন্তত ৫০ 

যান্ত্রিক ত্রুটির কারণে বড় ধরনের ঝাঁকুনি অনুভূত হয়েছে অস্ট্রেলিয়ার সিডনি থেকে নিউজিল্যান্ডের অকল্যান্ডগামী লাটাম এয়ারলাইনসের একটি বিমানে। এর ফলে যাত্রী ও কর্মচারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। নিউজিল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম দ্য হেরাল্ডের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

মার্কিন ফ্লাইট ট্র্যাকিং ডেটা ও পণ্য সরবরাহকারী বহুজাতিক প্রযুক্তি সংস্থা ফ্লাইট অ্যাওয়ার বলেছে, চিলির লাটাম এয়ারলাইনসের বোয়িং ৭৮৭–৯ ড্রিমলাইনারের এলএ ৮০০ ফ্লাইটটি নির্ধারিত সময়ে আজ সোমবার বিকেল নাগাদ অকল্যান্ডে অবতরণ করেছে। ফ্লাইটটি চিলির সান্তিয়াগো যাওয়ার পথে অকল্যান্ডে বিরতির জন্য থামে।

লাতিন আমেরিকান এয়ারলাইনের একজন মুখপাত্র দ্য হেরাল্ডকে বলেছেন যে, যান্ত্রিক ত্রুটির কারণে বেশ কয়েকজন যাত্রী এবং ফ্লাইট কর্মচারী শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

নিউজিল্যান্ডের অ্যাম্বুলেন্স পরিষেবাগুলোর শীর্ষস্থানীয় সরবরাহকারী সংস্থা হাতো হোন সেন্ট জন প্রায় ৫০ জনকে চিকিৎসা দিয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে বাকিরা হালকা থেকে মাঝারি মাত্রায় আহত হয়েছেন।

ফ্লাইটের এক যাত্রী তার অভিজ্ঞতার কথা বলেছেন দ্য হেরাল্ডকে। তিনি বলেন, দ্রুত কয়েকবার নিচে নেমে গিয়েছিল ফ্লাইটটি।

বোয়িং এবং লাটাম এ ঘটনার কারণ এবং প্রকৃতি সম্পর্কে রয়টার্সের প্রশ্নের তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি।

নববর্ষের ভাষণে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করলেন সি চিন পিং

ট্রাম্পের বাঁ হাতে নতুন কালশিটে দাগ, ফের আলোচনায় প্রেসিডেন্টের স্বাস্থ্য

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৫২ শতাংশ, দাবি মিয়ানমারের জান্তা সরকারের

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে