হোম > বিশ্ব

অকল্যান্ডগামী বিমানে যান্ত্রিক ত্রুটি, আহত অন্তত ৫০ 

যান্ত্রিক ত্রুটির কারণে বড় ধরনের ঝাঁকুনি অনুভূত হয়েছে অস্ট্রেলিয়ার সিডনি থেকে নিউজিল্যান্ডের অকল্যান্ডগামী লাটাম এয়ারলাইনসের একটি বিমানে। এর ফলে যাত্রী ও কর্মচারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। নিউজিল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম দ্য হেরাল্ডের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

মার্কিন ফ্লাইট ট্র্যাকিং ডেটা ও পণ্য সরবরাহকারী বহুজাতিক প্রযুক্তি সংস্থা ফ্লাইট অ্যাওয়ার বলেছে, চিলির লাটাম এয়ারলাইনসের বোয়িং ৭৮৭–৯ ড্রিমলাইনারের এলএ ৮০০ ফ্লাইটটি নির্ধারিত সময়ে আজ সোমবার বিকেল নাগাদ অকল্যান্ডে অবতরণ করেছে। ফ্লাইটটি চিলির সান্তিয়াগো যাওয়ার পথে অকল্যান্ডে বিরতির জন্য থামে।

লাতিন আমেরিকান এয়ারলাইনের একজন মুখপাত্র দ্য হেরাল্ডকে বলেছেন যে, যান্ত্রিক ত্রুটির কারণে বেশ কয়েকজন যাত্রী এবং ফ্লাইট কর্মচারী শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

নিউজিল্যান্ডের অ্যাম্বুলেন্স পরিষেবাগুলোর শীর্ষস্থানীয় সরবরাহকারী সংস্থা হাতো হোন সেন্ট জন প্রায় ৫০ জনকে চিকিৎসা দিয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে বাকিরা হালকা থেকে মাঝারি মাত্রায় আহত হয়েছেন।

ফ্লাইটের এক যাত্রী তার অভিজ্ঞতার কথা বলেছেন দ্য হেরাল্ডকে। তিনি বলেন, দ্রুত কয়েকবার নিচে নেমে গিয়েছিল ফ্লাইটটি।

বোয়িং এবং লাটাম এ ঘটনার কারণ এবং প্রকৃতি সম্পর্কে রয়টার্সের প্রশ্নের তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি।

পুতিনের দিল্লি সফর: ভারসাম্য রক্ষার কৌশলে ভারত, অস্ত্র–তেল বিক্রি বাড়াতে চায় রাশিয়া

দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন প্রকল্প: এশিয়ায় উসকে দেবে সমুদ্রতলে অস্ত্র প্রতিযোগিতা

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি-খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

তিন বাহিনীর প্রধান হয়েই পাকিস্তানকে ‘অনন্য উচ্চতায়’ পৌঁছানোর ঘোষণা আসিম মুনিরের

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মার্কিন নাগরিকদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়তে বলল স্টেট ডিপার্টমেন্ট

আরও ক্ষমতাধর আসিম মুনির, হলেন পাকিস্তানের তিন বাহিনীর প্রথম প্রধান