হোম > বিশ্ব

পুতিনের সঙ্গে আলোচনা ‘প্রহেলিকামাত্র’, বললেন যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক

ইউক্রেন নিয়ে আলোচনা বসতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন রাশিয়ায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জন সুলিভান।

পুতিন কেন ইউক্রেন থেকে সহজে পিছু হটবেন না এবং ক্রেমলিনের সঙ্গে আলোচনার রূপ কেমন হয় সে বিষয়ে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বিস্তারিত তুলে ধরেছেন ইউক্রেন যুদ্ধ শুরুর সময় তৎপর এই কূটনীতিক। 

গত বছর ইউক্রেন আগ্রাসন ঠেকাতে রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার দায়িত্বে ছিলেন জন সুলিভান। কিন্তু তাঁর চেষ্টাই সার হয়েছে, অন্য পক্ষ থেকে ‘কোনো সাড়া মেলেনি’। 

সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে বিবিসিকে তিনি বলেন, ‘তারা শুধু রাশিয়ার নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছে, কিন্তু ইউক্রেনের নিরাপত্তা নিয়ে গঠনমূলক কোনো কথা বলেনি। তারা নিজেদের দাবি থেকে এক চুলও নড়েনি.... সেটা ছিল একটা প্রহেলিকা।’

সংঘাত অবসানে আলোচনা চালিয়ে যেতে যুক্তরাষ্ট্র অনড় থাকতে পারত কী না সেই প্রশ্নের জবাবে সুলিভান বলেন, ‘যুদ্ধের আগেও পুতিন আলোচনায় আগ্রহী ছিলেন না, এখনও নন।’ 

এদিকে রাশিয়ার ওপর নানা নিষেধাজ্ঞার পাশাপাশি ইউক্রেনে কোটি কোটি ডলারের অস্ত্র সহায়তা পাঠিয়েছে বাইডেন প্রশাসন। সেসঙ্গে ইউক্রেনের পক্ষে বিশ্বজুড়ে সমর্থন জোগাড়ের চেষ্টা করছে।

সোভিয়েত ইউনিয়নের পতনের কারণে বিচ্ছিন্ন হয়ে যাওয়া রুশ ফেডারেশনের অংশগুলোকে আবার জোড়া দিয়ে নতুন রুশ সাম্রাজ্য গড়ার একটা রূপরেখা পুতিনের রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। 

পুরো ব্যাপারটিকে সেই দৃষ্টিভঙ্গির অংশ বলে মনে করেন সুলিভান। এ কারণেই ভলোদিমির জেলেনস্কির মতো ‘গণতান্ত্রিকভাবে নির্বাচিত’ সরকার কিয়েভে থাকুক তা পুতিন চান না বলে তিনি মনে। 

তাহলে পুতিনের যুদ্ধ থামবে কি করে- এমন প্রশ্নের জবাবে সুলিভান বলেন, জয়ের বিন্দুমাত্র আশা নেই- এমন বিশ্বাস না জন্মালে পুতিন নিবৃত্ত হবে না। যুদ্ধক্ষেত্রের এই অবস্থা কত দিনে তাঁর মধ্যে এমন বিশ্বাস তৈরি করতে পারে তা বলা মুশকিল। আপাতত তেমন কোনো ইঙ্গিত নেই।

সুলিভান আরও বলেন, ‘ইউক্রেনের জনগণ পুতিনকে ক্ষমা করবে না; ভুলেও যাবে না। প্রেসিডেন্ট জেলেনস্কি যদি যুদ্ধের অবসান চান, আঞ্চলিক ছাড় দিতে চান বা বলা ভালো আত্মসমর্পণ করতে চান, ইউক্রেনের জনগণ তাঁকে সেই অনুমতি দেবে না।’

এ ধরনের সামরিক, রাজনৈতিক ও আদর্শিক অচলাবস্থার মধ্যে যুক্তরাষ্ট্রকে অবশ্যই দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে বলে মনে করেন সুলিভান। ইউক্রেনে রাশিয়ার হামলার বছরপূর্তিতে প্রেসিডেন্ট জো বাইডেন কিয়েভে সফর করে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়েছেন। 

তবে এই সংঘাত চলতি বছর শেষ হবে না বলেই মনে করেন সুলিভান।

নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৫২ শতাংশ, দাবি মিয়ানমারের জান্তা সরকারের

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের