ভারতে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৬৮ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার গতকালের চেয়ে ৬ দশমিক ৪ শতাংশ কম। আজ মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক দিনে ভারতে ৪ হাজার ৪৬১ জন ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। একই সময়ে ভারতে করোনায় মারা গেছেন ২৭৭ জন।
গতকাল সোমবার ভারতে ১ লাখ ৭৯ হাজার ৭২৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছিল।
গত এক দিনে ভারতে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে। রাজ্যটিতে গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৪৭০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ১ হাজার ২৪৭ জন ছিলেন ওমিক্রনে আক্রান্ত করোনা রোগী। রাজ্যটিতে গত এক দিনে করোনায় মারা গেছেন আটজন।
ভারতে এ পর্যন্ত ৩ কোটি ৫৮ লাখ ৭৫ হাজার ৭৯০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৪ লাখ ৮৪ হাজার ২১৩ জন।