হোম > বিশ্ব

ডুপ্লেক্স বাড়িতে থেকেও হাত পাতেন পৃথিবীর সবচেয়ে ধনী ভিক্ষুক

ভিক্ষুক বললেই আমাদের চোখের সামনে এমন এক ব্যক্তির প্রতিচ্ছবি ভেসে ওঠে—যার নোংরা ছেঁড়া জামা-কাপড়, রুক্ষ চুল। একমুঠো খাবারের আশায় তাঁর করুণ আকুতি। অর্থাৎ খুব গরিব এবং অসমর্থ মানুষেরাই বেঁচে থাকার জন্য অন্যের কাছে হাত পাতে। 

তবে এমনও অনেকে আছেন ভিক্ষাবৃত্তি যাঁদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। ভিক্ষা করেই বিপুল অর্থের মালিক হয়েছেন তাঁরা। এ ধরনের ভিক্ষুকদের কথা বললে সবার ওপরে রাখতে হবে ভারতের ভরত জৈনকে। দাবি করা হয়, তিনিই পৃথিবীর সবচেয়ে ধনী ভিক্ষুক। মুম্বাইয়ের রাস্তায় রাস্তায় ভিক্ষা করেন তিনি। 

বুধবার ভরত জৈনের বিষয়ে ভারতীয় জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শৈশবে দারিদ্র্যের কারণে তিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করতে পারেননি। বর্তমানে স্ত্রী ও দুই পুত্র ছাড়াও তাঁর এক ভাই এবং বাবা রয়েছেন। পুত্ররা ইতিমধ্যেই পড়াশোনা শেষ করেছেন। 

জানা গেছে, বর্তমানে ভরত জৈনের মোট সম্পদের পরিমাণ প্রায় সাড়ে সাত কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১০ কোটি টাকার কাছাকাছি। মুম্বাইয়ে দেড় কোটিরও বেশি টাকা মূল্যের একটি ফ্ল্যাট রয়েছে তাঁর। থানে এলাকায় রয়েছে দুটি দোকান। এ দুটি দোকান থেকে মাসে ৩০ হাজার রুপি ভাড়া পান তিনি। 

মজার বিষয় হলো, এত টাকার মালিক হয়েও এখনো ভিক্ষা করেন ভরত। ভিক্ষা করেই তিনি প্রতি মাসে লাখ টাকা আয় করেন। পরিবার নিয়ে বসবাস করছেন একটি ডুপ্লেক্স আবাসনে। শহরের সবচেয়ে ব্যয়বহুল স্কুলগুলোতে পড়াশোনা করে এই পরিবারের ছেলেমেয়েরা। 

পরিবারের সদস্যরা ভরতকে মাঝে মাঝে ভিক্ষা করতে নিষেধ করলেও কে শোনে কার কথা। তিনি প্রতিদিনই নিয়ম করে ছত্রপতি শিবাজি টার্মিনাল বা আজাদ ময়দানে গিয়ে মানুষের কাছে হাত পাতেন।

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট