হোম > বিশ্ব

অক্টোবরে নিউ সাউথ ওয়েলসের করোনা পরিস্থিতি হতে পারে ভয়াবহ

করোনার ডেলটা ধরনে অস্ট্রেলিয়ায় সংক্রমণ বাড়ছে। দেশটির সবচেয়ে জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়েলসে একদিনে করোনা শনাক্তের রেকর্ড হয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২৯০ জনের। এটিই এ পর্যন্ত নিউ সাউথ ওয়েলসে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড। এর আগে নিউ সাউথ ওয়েলসে একদিনে সর্বোচ্চ ১ হাজার ২১৮ জন করোনা শনাক্ত হয়েছিলেন। খবর রয়টার্সের। 

রাজ্যটির প্রিমিয়ার গ্লাডিস বেরেজিকলিয়া রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ক্যাপিটাল সিডনিকে বলেন, আসছে অক্টোবরে রাজ্যটির হাসপাতালগুলোতে সর্বোচ্চসংখ্যক রোগীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হতে পারে। আমরা অনুমান করছি, সবকিছু ভিন্নভাবে পরিচালনা করা দরকার কেননা আমরা মহামারির মাঝামাঝি একটা সময়ে রয়েছি। তবে পরিস্থিতি যাই হোক আশা করি সামলাতে পারব। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নিউ সাউথ ওয়েলস রাজ্যে ৮৪০ জন করোনা রোগী ভর্তি আছেন। এর মধ্যে ১৩৭ জন রয়েছেন আইসিইউতে এবং ৪৮ জনের ভেন্টিলেশনের প্রয়োজন হচ্ছে। 

করোনা মহামারি শুরুর পর থেকে অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৩ জনের। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ৫২ হাজার ৬২৪ জন। 

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার ১৬ কিংবা এর বেশি বয়সীদের মধ্যে মাত্র ৩৩ শতাংশ মানুষ টিকার দুই ডোজ গ্রহণ করেছেন। 

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

কবিরাজিসহ প্রথাগত চিকিৎসার কার্যকারিতা খতিয়ে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা