হোম > বিশ্ব

প্রথমবারের মতো লকডাউনে যে দেশ

আন্তর্জাতিক ভ্রমণকারীদের মধ্যে করোনা রোগী শনাক্ত হওয়ায় প্রশান্ত মহাসাগরীয় দেশ কিরিবাতিতে লকডাউন জারি করা হয়েছে। আজ শনিবার থেকে দেশটিতে লকডাউন শুরু হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

কিরিবাতি সরকারের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে জনগণকে বাধ্যতামূলক বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। সকাল ছয়টা থেকে দুপুর ২টা পর্যন্ত জনগণ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে পারবে। 

ফিজি থেকে কিরিবাতির একটি ফ্লাইটের ৩৬ জন যাত্রীর মধ্যে করোনা শনাক্ত হয়। এছাড়া দেশটিতে কমিউনিটি ট্রান্সমিশন থেকে চারজন করোনায় আক্রান্ত হয়েছেন।

গত সপ্তাহের আগ পর্যন্ত কিরিবাতিতে দুজন করোনা রোগী শনাক্ত করা হয়েছিল।  

কিরিবাতি বিশ্বের অন্যতম বিচ্ছিন্ন দ্বীপ। দেশটির আয়তন ৫ হাজার কিলোমিটার। কিরিবাতির জনসংখ্যা এক লাখ ২০ হাজার। 

গত মঙ্গলবার কিরিবাতির সরকারের পক্ষ থেকে বলা হয়, ফিজি থেকে কিরিবাতির একটি ফ্লাইটের ৫৪ জন যাত্রী থেকে ৩৬ জনের করোনা শনাক্ত করা হয়। সব যাত্রীদের পর্যবেক্ষণে রেখেছে স্বাস্থ্য কর্মকর্তারা। যাত্রীদের সবারই টিকা দেওয়া ছিল। 

তবে এই লকডাউন কত দিন চলবে তা কিরিবাতি সরকার জানায়নি। 

একটি ফেসবুক বার্তায় কিরিবাতির প্রেসিডেন্ট তনেতি মামাউ বলেন, এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার একমাত্র উপায় হলো সম্পূর্ণ ডোজ টিকা। নিজেদের ও পরিবারকে রক্ষা করার জন্য জনসাধারণকে টিকার সম্পূর্ণ ডোজ দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

কিরিবাতিতে কতজন মানুষ সম্পূর্ণ ডোজ টিকা পেয়েছেন তা জানা যায়নি।

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

মেক্সিকোতে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ১৩ জনের মৃত্যু, আহত শতাধিক