হোম > বিশ্ব

‘অভ্যুত্থান’ চেষ্টার অভিযোগে তুরস্কে নৌবাহিনীর ১০ সাবেক কর্মকর্তা আটক

সরকারের সমালোচনা করায় তুরস্কে নৌবাহিনীর ১০ সাবেক কর্মকর্তাকে আটক করা হয়েছে। আজ সোমবার তুরস্ক সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়।

তুরস্কের সংবাদমাধ্যম এনটিভি জানায়, আটক হওয়া কর্মকর্তারা সংঘাত তৈরি করে সংবিধান লঙ্ঘন করতে চেয়েছিলেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ওই কর্মকর্তাদের একটি খোলা চিঠি নিয়ে তদন্তের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। এই ঘটনায় আরও চার সেনা কর্মকর্তাকে তিনদিনের মধ্যে পুলিশের কাছে রিপোর্ট করার জন্য বলেছেন কৌঁসুলিরা। বয়স বিবেচনায় তাদের আটক করা হয়নি বলেও আনাদোলুর খবরে বলা হয়েছে । 

গতকাল রোববার তুরস্কের নৌবাহিনীর ১০৪ জন সাবেক কর্মকর্তা সরকারের সমালোচনা করে খোলা চিঠি দেন। সেখানে তারা বলেন, ক্যানাল ইস্তাম্বুল নামের এই প্রকল্পের ফলে মন্ট্রিক্স কনভেনশন হুমকির মুখে পড়বে। বসফরাস ও দার্দানেলেস প্রণালীতে তুরস্কের একচ্ছত্র নিয়ন্ত্রণ কমে যেতে পারে।

এই ঘটনা অভ্যুত্থানের সময়ের কথা মনে করিয়ে দেয় বলে তুরস্কের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

তুরস্ক গত মাসে ইস্তাম্বুলে মিশরের সুয়েজ খালের মতো একটি প্রণালী খননের অনুমোদন দেয়। এ নিয়ে মনট্রিক্স কনভেনশন নিয়ে আবার বিতর্ক তৈরি হয়।

১৯৩৬ সালে মনট্রিক্স কনভেনশন স্বাক্ষরিত হয়। এতে বলা হয়, বসফরাস প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য ব্যবহৃত হলেও তুরস্ক এই পথ দিয়ে কৃষ্ণসাগর অঞ্চলের দেশ ছাড়া অন্য দেশের নৌ চলাচল নিয়ন্ত্রণ করতে পারবে। এর ফলে ওই অঞ্চলে যুদ্ধজাহাজের চলাচলও সীমিত করা হয়েছে।

 ইস্তাম্বুল খাল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের একটি উচ্চভিলাসী প্রকল্প। এটিকে কেন্দ্র করে নতুন বিমানবন্দর, ব্রিজ এবং সড়ক এবং টানেল নির্মাণ করছে তুরস্ক।

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

মেক্সিকোতে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ১৩ জনের মৃত্যু, আহত শতাধিক