হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনের আত্মসমর্পণ চাই না, স্বাধীনতার অধিকারও অস্বীকার করি না: পুতিন

আজকের পত্রিকা ডেস্ক­

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: স্পুৎনিক

রাশিয়া ইউক্রেনের আত্মসমর্পণ চায় না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল শুক্রবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের এক প্যানেল আলোচনায় পুতিনের কাছে জানতে চাওয়া হয়, মস্কো কি ইউক্রেনের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চাচ্ছে, যেমনটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছ থেকে দাবি করছেন?

উত্তরে পুতিন বলেন, ‘আমরা ইউক্রেনের আত্মসমর্পণ চাই না। আমরা চাই, রণক্ষেত্রে যেসব বাস্তবতা গড়ে উঠেছে, সেগুলোর স্বীকৃতি দেওয়া হোক।’ এ সময় তিনি বলেন, ইউক্রেন সংঘাত মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা থেকে একেবারেই ভিন্ন।

প্রশ্নোত্তর পর্বে রুশ প্রেসিডেন্টের কাছে জানতে চাওয়া হয়, ২০২২ সালের গণভোটের মাধ্যমে রাশিয়ার অন্তর্ভুক্ত হওয়া সাবেক ইউক্রেনীয় অঞ্চল ছাড়াও মস্কো ইউক্রেনের আরও কোনো অঞ্চল নিয়ন্ত্রণে নিতে চায় কি না—এর সরাসরি জবাব না দিয়ে পুতিন বলেন, একটি নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে ‘সমগ্র ইউক্রেনই রাশিয়ার’ অংশ।

পুতিন বলেন, ‘আমি বহুবার বলেছি—আমি রুশ এবং ইউক্রেনীয়দের এক জাতি বলেই মনে করি। এই দিক থেকে, পুরো ইউক্রেনই আমাদের।’ তবে তিনি এও জোর দিয়ে বলেন, মস্কো কখনোই ‘স্বাধীন দেশ’ হিসেবে ইউক্রেনের ‘অস্তিত্ব’ স্বীকার করতে ‘অস্বীকৃতি জানায়নি।’

তবে রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলকে ইউক্রেনের হামলা থেকে রক্ষা করতে যে ‘বাফার জোন’ তৈরি করা হচ্ছে, তা ইউক্রেনের ভেতরে আরও গভীরে ঠেলে নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন পুতিন। এমনকি ইউক্রেনের সুমি শহর দখলের সম্ভাবনাও তিনি পুরোপুরি নাকচ করেননি।

পুতিন বলেন, ‘সুমি দখলের কোনো লক্ষ্য আমাদের নেই। তবে নীতিগতভাবে আমি এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না।’ তিনি জানান, চলতি বছর রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনা আগ্রাসন ব্যর্থ করে দিয়ে রুশ বাহিনী সুমি অঞ্চলে প্রবেশ করে। এখন সেখানে প্রায় ১০-১২ কিলোমিটার গভীর একটি বাফার জোন গড়ে তোলা হয়েছে।

পুতিন দাবি করেন, কুরস্কে ইউক্রেনের হামলা উল্টো কিয়েভের জন্য বড় বিপর্যয় ডেকে এনেছে। বর্তমানে ইউক্রেনীয় সেনাবাহিনীর শূন্য হওয়া সদস্যদের জায়গা পূরণের হার মাত্র ৪৭ শতাংশ বলে উল্লেখ করেন তিনি। আর কুরস্কে হামলার সময় ইউক্রেনের প্রায় ৭৬ হাজার সেনা নিহত হয়েছে বলেও দাবি করেন রুশ প্রেসিডেন্ট।

তথ্যসূত্র: আরটি

আরও খবর পড়ুন:

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা