হোম > বিশ্ব

জানতেন না একে অপরের কথা, তবু ৬০ বছর পর দেখা হয়ে গেল দুই বোনের

দুই বোন। থাকেন পৃথিবীর দুই প্রান্তে। ৬০ বছর আগে তাঁরা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। একে অপরের অস্তিত্বের কথা জানতে না তাঁদের কেউই। অবশেষে ডিএনএ পরীক্ষার সূত্র ধরে বোনের দেখা পেলেন বোন। 

এ বিষয়ে দ্য ইনডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, দুই বোনের একজনের নাম জুলি ম্যামো। তার বয়স ৬৬ বছর। বসবাস করছেন অস্ট্রেলিয়ায়। ৬৪ বছর বয়সী অন্য বোনের নাম জুলি অ্যানসেল। বর্তমানে পরিবার নিয়ে যুক্তরাজ্যের কেন্টে বসবাস করছেন। 

জানা যায়, তাঁদের মা লিলিয়ান ফিশার ১৯৫৬ সালে মাত্র ১৭ বছর বয়সে যুক্তরাজ্যের ডোভারে ম্যামোর জন্ম দিয়েছিলেন। কিন্তু অবিবাহিত অবস্থায় সন্তান জন্ম দেওয়ায় ম্যামোকে মাত্র ৯ দিন বয়সে দত্তক দিয়ে দিতে বাধ্য হন তিনি। কিছুদিন পরই ম্যামোকে দত্তক নেওয়া পরিবারটি চলে যায় অস্ট্রেলিয়ায়। 

পরবর্তী জীবনে আরও চার সন্তানের জন্ম দেন লিলিয়ান। তাদের মধ্যে সবচেয়ে বড় জুলি অ্যানসেলের বয়স যখন ১২ বছর, তখন তাঁর মা লিলিয়ান মারা যান। মৃত্যুর আগে তিনি অ্যানসেলকে বলে যান যে-তাঁর আরও এক বোন আছে, যাকে জন্মের পরপরই দত্তক দেওয়া হয়েছিল। 

গণমাধ্যমকে অ্যানসেল জানান, সেই বয়সে মায়ের কথা তিনি ঠিকমতো বুঝতেই পারেননি। বছরের পর বছর কেটে গেলেও বিষয়টি নিয়ে তিনি কখনোই আর ভাবেননি। 

এ অবস্থায় দুই বোনের হয়তো আর কখনোই দেখা হতো না, যদি না অ্যানসেলের পরিবারের একজন নিজেদের জাতিগত পরিচয় জানতে উদ্যোগী হতেন। এই উদ্দেশে গত বছর একটি ডিএনএ পরীক্ষার আয়োজন করা হয়। ফলাফলে দেখা যায়-জুলি অ্যানসেলের সঙ্গে অস্ট্রেলিয়ায় বসবাস করা জুলি ম্যামো নামে এক নারীর ডিএনএ ৯০ শতাংশ পর্যন্ত মিলে গেছে। 

এ অবস্থায় ম্যামোর পরিচয় জানতে একটি মিশন শুরু অ্যানসেলের পরিবার। তাঁরা ফেসবুকে ম্যামোর মেয়ের সঙ্গে যোগাযোগ গড়ে তোলে। এরই ধারাবাহিকতায় দুই বোন তাঁদের অতীত যোগসূত্রের কথা একসময় জেনে যান। 
বিষয়টি তাঁদের এতটাই বিস্মিত করে যে, কয়েক দিনের মধ্যেই অস্ট্রেলিয়ায় থাকা অন্য বোনের সঙ্গে দেখা করতে বিমানে চেপে বসেন অ্যানসেল। পরে ম্যামোকে নিয়ে তিনি যুক্তরাজ্যে ফেরেন। 

চলতি মাসেই আবারও অস্ট্রেলিয়ায় ফিরে যাবেন ম্যামো। তবে দুই বোনই আশা করছেন—আগামী বছর ইন্দোনেশিয়ার বালিতে গিয়ে আবার দেখা হবে তাঁদের। 

বর্তমানে তাঁরা আরেকটি ডিএনএ পরীক্ষায় অংশ নেবেন এটা দেখতে যে-তাঁদের বাবা একজনই ছিলেন কি-না।

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

বিক্ষোভে হতাহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

যুক্তরাষ্ট্রের মতো তাইওয়ানের নেতাদের তুলে নিতে পারবে কি চীন

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!