হোম > বিশ্ব

প্রশান্ত মহাসাগর থেকে ৩২০০ কেজি কোকেন উদ্ধার করল নিউজিল্যান্ড

প্রশান্ত মহাসাগর থেকে ৩ হাজার ২০০ কেজি কোকেন উদ্ধার করেছে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ কোকেনের অর্থমূল্য ৩০ কোটি ডলারের বেশি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার করা এসব মাদকদ্রব্য অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, নিউজিল্যান্ডের উত্তর পশ্চিম উপকূল থেকে কয়েকশ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে ৮১ বেল কোকেন ভাসছিল। নিউজিল্যান্ড কাস্টমস সার্ভিস এবং ফাইভ আইস অ্যালায়েন্সের প্রতিরক্ষা বাহিনীর যৌথ অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।

নিউজিল্যান্ডের পুলিশ কমিশনার অ্যান্ড্রু কস্টার বলেন, এটি দীর্ঘ সময়ের মধ্যে নিউজিল্যান্ডের বড় ধরনের মাদক উদ্ধারের ঘটনা। কোকেনগুলো প্রশান্ত মহাসাগরে একটি ভাসমান ট্রানজিট পয়েন্টে ফেলা হয়েছিল বলে ধারণা কর্মকর্তাদের। সেখান থেকে এসব কোকেন অস্ট্রেলিয়া নিয়ে যাওয়ার লক্ষ্য ছিল।

নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া দুই দেশের জন্য এটি বড় ঘটনা বলে উল্লেখ করেছেন কস্টার। তাঁর ভাষ্য, ‘সন্দেহ নেই যে, এই ঘটনা দক্ষিণ আমেরিকার উৎপাদক থেকে শুরু করে কারবারি ও এর পরিবেশকদের জন্য একটি বড় আর্থিক ধাক্কা।

পুলিশের পক্ষ থেকে প্রকাশিত ছবিতে দেখা যায়, উদ্ধার হওয়া কোকেনের হলুদ প্যাকেটগুলো জালের মধ্যে বাঁধা ছিল। কিছু প্যাকেটের ওপর ব্যাটম্যানের চিহ্ন আঁকা ছিল। আর কিছু প্যাকেটের ওপর চার পাতার ক্লোভার চিহ্ন দেওয়া ছিল।

তবে কোকেনগুলো ঠিক কোন স্থান থেকে এসেছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের কর্মকর্তারা।

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

মার্কিন নজর এড়িয়ে কীভাবে তেল পাচার করে ভেনেজুয়েলার গোপন নৌবহর

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র