হোম > বিশ্ব

প্রশান্ত মহাসাগর থেকে ৩২০০ কেজি কোকেন উদ্ধার করল নিউজিল্যান্ড

প্রশান্ত মহাসাগর থেকে ৩ হাজার ২০০ কেজি কোকেন উদ্ধার করেছে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ কোকেনের অর্থমূল্য ৩০ কোটি ডলারের বেশি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার করা এসব মাদকদ্রব্য অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, নিউজিল্যান্ডের উত্তর পশ্চিম উপকূল থেকে কয়েকশ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে ৮১ বেল কোকেন ভাসছিল। নিউজিল্যান্ড কাস্টমস সার্ভিস এবং ফাইভ আইস অ্যালায়েন্সের প্রতিরক্ষা বাহিনীর যৌথ অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।

নিউজিল্যান্ডের পুলিশ কমিশনার অ্যান্ড্রু কস্টার বলেন, এটি দীর্ঘ সময়ের মধ্যে নিউজিল্যান্ডের বড় ধরনের মাদক উদ্ধারের ঘটনা। কোকেনগুলো প্রশান্ত মহাসাগরে একটি ভাসমান ট্রানজিট পয়েন্টে ফেলা হয়েছিল বলে ধারণা কর্মকর্তাদের। সেখান থেকে এসব কোকেন অস্ট্রেলিয়া নিয়ে যাওয়ার লক্ষ্য ছিল।

নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া দুই দেশের জন্য এটি বড় ঘটনা বলে উল্লেখ করেছেন কস্টার। তাঁর ভাষ্য, ‘সন্দেহ নেই যে, এই ঘটনা দক্ষিণ আমেরিকার উৎপাদক থেকে শুরু করে কারবারি ও এর পরিবেশকদের জন্য একটি বড় আর্থিক ধাক্কা।

পুলিশের পক্ষ থেকে প্রকাশিত ছবিতে দেখা যায়, উদ্ধার হওয়া কোকেনের হলুদ প্যাকেটগুলো জালের মধ্যে বাঁধা ছিল। কিছু প্যাকেটের ওপর ব্যাটম্যানের চিহ্ন আঁকা ছিল। আর কিছু প্যাকেটের ওপর চার পাতার ক্লোভার চিহ্ন দেওয়া ছিল।

তবে কোকেনগুলো ঠিক কোন স্থান থেকে এসেছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের কর্মকর্তারা।

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

বিক্ষোভে হতাহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

যুক্তরাষ্ট্রের মতো তাইওয়ানের নেতাদের তুলে নিতে পারবে কি চীন

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল