হোম > বিশ্ব

অস্ট্রেলিয়ায় হোটেলের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলট নিহত 

অস্ট্রেলিয়ায় হোটেলের ছাদে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় হেলিকপ্টারটির পাইলট নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। তারা ওই হোটেলের অতিথি।

আজ সোমবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কুইন্সল্যান্ড শহরের কেয়ার্নসের একটি হোটেলের ছাদে তাদের হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর একজন পাইলট মারা গেছেন। সোমবার স্থানীয় সময় গভীর রাত ১টা ৫০ মিনিটে হেলিকপ্টারটি হিলটন হোটেলের ডাবলট্রিতে আঘাত হানে। 

এতে করে সেখানে আগুন ছড়িয়ে পড়ে এবং হোটেলের শত শত অতিথিকে সরিয়ে নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ বলছে, পাইলটই ছিলেন হেলিকপ্টারটির একমাত্র আরোহী এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া দুর্ঘটনায় হোটেলের দুই অতিথি আহত হয়েছেন। আহত ওই দুই অতিথি বয়স্ক নারী ও পুরুষ। তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে।

কুইন্সল্যান্ড পুলিশ এবং অ্যাভিয়েশন সেফটি ওয়াচডগ দুর্ঘটনার পরিস্থিতির তদন্ত করছে। এই কোম্পানি বলেছে, হেলিকপ্টারটি ‘অননুমোদিত’ এলাকায় উড্ডয়নে ছিল। 

কেয়ার্নসের প্রধান এসপ্ল্যানেডের হোটেলে থাকা আমান্ডাকে বৃষ্টির আবহাওয়ায় আলো ছাড়াই ওই হেলিকপ্টারকে ‘অতিরিক্ত নিচুতে’ উড়তে দেখার কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘(এটি) ঘুরতে ঘুরতে বিল্ডিংয়ে আঘাত করে এবং ‘বিস্ফোরিত হয়’।

অপর এক পথচারী বলেন, বিধ্বস্ত হওয়ার আগে তিনি হেলিকপ্টারটিকে হোটেলের পাশ দিয়ে দুবার উড়তে দেখেছেন।

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

ভেনেজুয়েলা উপকূলের কাছে আরেকটি তেলবাহী ট্যাংকারকে যুক্তরাষ্ট্রের ধাওয়া

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

ভেনেজুয়েলার আরও একটি তেলের ট্যাংকার ধাওয়া করছে মার্কিন বাহিনী

ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ নিয়ে সতর্ক করলেন লুলা

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস