হোম > বিশ্ব

অস্ট্রেলিয়ায় হোটেলের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলট নিহত 

অস্ট্রেলিয়ায় হোটেলের ছাদে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় হেলিকপ্টারটির পাইলট নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। তারা ওই হোটেলের অতিথি।

আজ সোমবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কুইন্সল্যান্ড শহরের কেয়ার্নসের একটি হোটেলের ছাদে তাদের হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর একজন পাইলট মারা গেছেন। সোমবার স্থানীয় সময় গভীর রাত ১টা ৫০ মিনিটে হেলিকপ্টারটি হিলটন হোটেলের ডাবলট্রিতে আঘাত হানে। 

এতে করে সেখানে আগুন ছড়িয়ে পড়ে এবং হোটেলের শত শত অতিথিকে সরিয়ে নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ বলছে, পাইলটই ছিলেন হেলিকপ্টারটির একমাত্র আরোহী এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া দুর্ঘটনায় হোটেলের দুই অতিথি আহত হয়েছেন। আহত ওই দুই অতিথি বয়স্ক নারী ও পুরুষ। তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে।

কুইন্সল্যান্ড পুলিশ এবং অ্যাভিয়েশন সেফটি ওয়াচডগ দুর্ঘটনার পরিস্থিতির তদন্ত করছে। এই কোম্পানি বলেছে, হেলিকপ্টারটি ‘অননুমোদিত’ এলাকায় উড্ডয়নে ছিল। 

কেয়ার্নসের প্রধান এসপ্ল্যানেডের হোটেলে থাকা আমান্ডাকে বৃষ্টির আবহাওয়ায় আলো ছাড়াই ওই হেলিকপ্টারকে ‘অতিরিক্ত নিচুতে’ উড়তে দেখার কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘(এটি) ঘুরতে ঘুরতে বিল্ডিংয়ে আঘাত করে এবং ‘বিস্ফোরিত হয়’।

অপর এক পথচারী বলেন, বিধ্বস্ত হওয়ার আগে তিনি হেলিকপ্টারটিকে হোটেলের পাশ দিয়ে দুবার উড়তে দেখেছেন।

গাজায় তীব্র শীতে ৬ শিশুর মৃত্য, দেয়াল ধসে নিহত আরও ৫

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইরানের সঙ্গে ব্যবসা করে কারা, ট্রাম্পের নতুন শুল্কে কী প্রভাব পড়বে

প্রতিষ্ঠানগুলো দখলে নিন, খুনিদের নাম লিখে রাখুন—ইরানিদের উদ্দেশে ট্রাম্প

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

ইরানে মার্কিন অস্ত্র উদ্ধার ও বিদেশি সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন