হোম > বিশ্ব

মেক্সিকোতে ট্রাক্টর-ভ্যান সংঘর্ষে নিহত ২৬ 

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য তামাউলিপাসের একটি মহাসড়কে ট্রাক্টর ট্রেলার ও ভ্যানের মধ্যে সংঘর্ষে ২৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সকালে এ দুর্ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

তামাউলিপাসের জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, তামাউলিপাসের রাজধানী সিউদাদ ভিক্টোরিয়ার কাছে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয় এবং আগুন ধরে যায়। এ দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন। তবে সরকারি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছার পর সেখানে কোনো ট্রেলার বহনকারী ট্রাক দেখতে পাননি। ততক্ষণে ট্রাকটি ঘটনাস্থল থেকে চলে গেছে। 

তামাউলিপাস প্রসিকিউটর অফিসের একটি সূত্র জানিয়েছে, ট্রাকের চালক পালিয়ে গেছেন কিনা বা দুর্ঘটনায় তিনিও মারা গেছে কিনা, তদন্তকারীরা তা এখনো নিশ্চিত হতে পারেননি। 

ধারণা করা হচ্ছে, ভ্যানের যাত্রীরা একটি ব্যক্তিগত পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলে জানা গেছে। 

প্রসিকিউটর অফিসের সূত্রটি জানিয়েছে, ঘটনাস্থল থেকে কয়েকটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে, নিহতদের সবাই মেক্সিকান।

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ