হোম > বিশ্ব

কলম্বিয়ার কারাগারে দাঙ্গায় ৫১ জনের মৃত্যু

কলম্বিয়ার একটি কারাগারে দাঙ্গার সময় আগুন লেগে কমপক্ষে ৫১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও অনেকে। গতকাল মঙ্গলবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তুলুয়া শহরের একটি কারাগারে এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

কলম্বিয়ার জাতীয় কারাগার সংস্থার প্রধান জেনারেল টিটো কাস্তেলানোস বলেছেন, কারাগারের ভেতর ৪৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পর সেখানে দুজনের মৃত্যু হয়েছে। 

টিটো কাস্তেলানোস বলেছেন, বন্দীরা ‘পালানোর চেষ্টার’ অংশ হিসেবে তাঁদের তোশকে আগুন দিয়েছিলেন কি না বা অন্য কোনো পরিস্থিতি ঢাকতে এই দাঙ্গা উসকে দেওয়া হয়েছিল কি না, তা কর্তৃপক্ষ তদন্ত করছে। 

যাঁরা মারা গেছেন, তাঁরা সবাই বন্দী কি না, তা জানা যায়নি। এ ছাড়া এ ঘটনার সময় কেউ পালিয়েছেন কি না, তা-ও তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কর্তৃপক্ষ। 

জেনারেল টিটো জানিয়েছেন, নিহত ছাড়াও আগুনে ও ধোঁয়ায় ৩০ জন আহত হয়েছেন। এটা হৃদয়বিদারক ও ধ্বংসাত্মক ঘটনা। 

এর আগে দেশটির ন্যাশনাল পেনিটেনশিয়ারি ও প্রিজন ইনস্টিটিউটের এক মুখপাত্র জানান, কারাগার থেকে পালানোর সময় এ ঘটনা ঘটেছে। 

দেশটির বিদায়ী প্রেসিডেন্ট ইভান দুকে বলেছেন, ‘আমরা তুলুয়া কারাগারের ঘটনায় দুঃখ প্রকাশ করছি। এ ঘটনার তদন্ত করা হবে।’

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রতিবেশী দেশে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানার আগাম হুমকি ইরানের

‘আমার পা আমার আগেই বেহেশতে চলে গেছে’

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

ভেনেজুয়েলায় ট্রাম্পকে সহযোগিতা করতে চান কানাডার ধনকুবের

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

মিসরে সেনাবাহিনীর কবজায় বিপুল নগদ অর্থ, ঋণ সংকটেও সহায়তায় নারাজ

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী