হোম > বিশ্ব

কলম্বিয়ার কারাগারে দাঙ্গায় ৫১ জনের মৃত্যু

কলম্বিয়ার একটি কারাগারে দাঙ্গার সময় আগুন লেগে কমপক্ষে ৫১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও অনেকে। গতকাল মঙ্গলবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তুলুয়া শহরের একটি কারাগারে এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

কলম্বিয়ার জাতীয় কারাগার সংস্থার প্রধান জেনারেল টিটো কাস্তেলানোস বলেছেন, কারাগারের ভেতর ৪৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পর সেখানে দুজনের মৃত্যু হয়েছে। 

টিটো কাস্তেলানোস বলেছেন, বন্দীরা ‘পালানোর চেষ্টার’ অংশ হিসেবে তাঁদের তোশকে আগুন দিয়েছিলেন কি না বা অন্য কোনো পরিস্থিতি ঢাকতে এই দাঙ্গা উসকে দেওয়া হয়েছিল কি না, তা কর্তৃপক্ষ তদন্ত করছে। 

যাঁরা মারা গেছেন, তাঁরা সবাই বন্দী কি না, তা জানা যায়নি। এ ছাড়া এ ঘটনার সময় কেউ পালিয়েছেন কি না, তা-ও তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কর্তৃপক্ষ। 

জেনারেল টিটো জানিয়েছেন, নিহত ছাড়াও আগুনে ও ধোঁয়ায় ৩০ জন আহত হয়েছেন। এটা হৃদয়বিদারক ও ধ্বংসাত্মক ঘটনা। 

এর আগে দেশটির ন্যাশনাল পেনিটেনশিয়ারি ও প্রিজন ইনস্টিটিউটের এক মুখপাত্র জানান, কারাগার থেকে পালানোর সময় এ ঘটনা ঘটেছে। 

দেশটির বিদায়ী প্রেসিডেন্ট ইভান দুকে বলেছেন, ‘আমরা তুলুয়া কারাগারের ঘটনায় দুঃখ প্রকাশ করছি। এ ঘটনার তদন্ত করা হবে।’

বন্ডাই বিচে হামলাকারীর অস্ত্র কেড়ে নিয়ে প্রশংসায় ভাসছেন পথচারী

শান্তির জন্য ন্যাটোর আশা ছাড়ার ইঙ্গিত দিল ইউক্রেন

ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বেঁচে ফেরা ২ শিক্ষার্থী বেঁচেছিলেন স্কুল জীবনেও

বন্ডাই বিচে গুলির শব্দকে শুরুতে আতশবাজি ভেবেছিলেন অনেকে

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

বন্ডাই বিচে সন্ত্রাসী হামলায় শনাক্ত কে এই নাভিদ আকরাম

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে গুলি, নিহত অন্তত ১০

এইচ–১বি ভিসা ফি বৃদ্ধি: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যের মামলা

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত