হোম > বিশ্ব

কলম্বিয়ার কারাগারে দাঙ্গায় ৫১ জনের মৃত্যু

কলম্বিয়ার একটি কারাগারে দাঙ্গার সময় আগুন লেগে কমপক্ষে ৫১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও অনেকে। গতকাল মঙ্গলবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তুলুয়া শহরের একটি কারাগারে এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

কলম্বিয়ার জাতীয় কারাগার সংস্থার প্রধান জেনারেল টিটো কাস্তেলানোস বলেছেন, কারাগারের ভেতর ৪৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পর সেখানে দুজনের মৃত্যু হয়েছে। 

টিটো কাস্তেলানোস বলেছেন, বন্দীরা ‘পালানোর চেষ্টার’ অংশ হিসেবে তাঁদের তোশকে আগুন দিয়েছিলেন কি না বা অন্য কোনো পরিস্থিতি ঢাকতে এই দাঙ্গা উসকে দেওয়া হয়েছিল কি না, তা কর্তৃপক্ষ তদন্ত করছে। 

যাঁরা মারা গেছেন, তাঁরা সবাই বন্দী কি না, তা জানা যায়নি। এ ছাড়া এ ঘটনার সময় কেউ পালিয়েছেন কি না, তা-ও তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কর্তৃপক্ষ। 

জেনারেল টিটো জানিয়েছেন, নিহত ছাড়াও আগুনে ও ধোঁয়ায় ৩০ জন আহত হয়েছেন। এটা হৃদয়বিদারক ও ধ্বংসাত্মক ঘটনা। 

এর আগে দেশটির ন্যাশনাল পেনিটেনশিয়ারি ও প্রিজন ইনস্টিটিউটের এক মুখপাত্র জানান, কারাগার থেকে পালানোর সময় এ ঘটনা ঘটেছে। 

দেশটির বিদায়ী প্রেসিডেন্ট ইভান দুকে বলেছেন, ‘আমরা তুলুয়া কারাগারের ঘটনায় দুঃখ প্রকাশ করছি। এ ঘটনার তদন্ত করা হবে।’

সোভিয়েতকে তথ্য দিয়ে পশ্চিমাদের বিপদে ফেলেছিলেন যে সিআইএ এজেন্ট, তিনি মারা গেছেন

তুরস্কের ‘কৌশলগত অগ্রাধিকার’ আফ্রিকা, বাড়ছে এমআইটির পদচারণ

কী আছে গ্রিনল্যান্ডের ভূগর্ভে, যার কারণে ট্রাম্প এত মরিয়া

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ, আটলান্টিকে তেলের ট্যাংকার পাহারা দেবে রাশিয়ার যুদ্ধজাহাজ

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

মাদুরোর আমলে সুইজারল্যান্ডের কাছে ১১৩ টন সোনা বিক্রি, নেপথ্যে কী

শীতলতা কাটিয়ে উষ্ণ হচ্ছে বেইজিং-সিউল সম্পর্ক, ৪৪ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের হুমকির মুখে থাকা লাতিন দেশগুলোর সমরশক্তি কেমন

গ্রীনল্যান্ড দখলের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র, প্রয়োজনে সামরিক অভিযান: হোয়াইট হাউস