হোম > বিশ্ব > চীন

শীতলতা কাটিয়ে উষ্ণ হচ্ছে বেইজিং-সিউল সম্পর্ক, ৪৪ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর

আজকের পত্রিকা ডেস্ক­

গত সোমবার বেইজিংয়ে রাষ্ট্রীয় নৈশভোজের পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং এবং তাঁর স্ত্রী কিম হিয়া কিউং চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং তাঁর স্ত্রী পেং লিয়ুয়ানের সঙ্গে শাওমি স্মার্টফোন ব্যবহার করে সেলফি তুলছেন। ছবি: ইয়ুনহাপ

আঞ্চলিক রাজনীতির পটপরিবর্তন, বিশেষ করে বেইজিং ও টোকিওর মধ্যে দীর্ঘস্থায়ী কূটনৈতিক বিবাদের প্রেক্ষাপটে এক উচ্চপর্যায়ের সম্মেলনের পর চীন ও দক্ষিণ কোরিয়া ঝিমিয়ে পড়া অর্থনৈতিক সম্পর্ককে আবার চাঙা করে তুলেছে। দুই দেশ ৪৪ মিলিয়ন ডলারের রপ্তানি চুক্তি এবং কয়েক ডজন সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের

দক্ষিণ কোরিয়ার বাণিজ্য, শিল্প ও সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘ ৯ বছর পর বেইজিংয়ে রপ্তানি বৃদ্ধি ও বিনিয়োগ আকর্ষণের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে সিউল। গত মঙ্গলবার অনুষ্ঠিত এই আয়োজনে দুই দেশের ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীসহ প্রায় ৩০০ প্রতিনিধি অংশ নেন। আলিবাবা, জেডি ডটকম এবং ট্যানসেন্টের মতো চীনের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সেখানে উপস্থিত ছিল। পাশাপাশি শানডং ও লিয়াওনিং প্রদেশের সরকারি প্রতিনিধিরাও যোগ দেন।

অনুষ্ঠানে রপ্তানি-সংক্রান্ত সরাসরি আলোচনা, দক্ষিণ কোরিয়ার আঞ্চলিক সরকারগুলোর পক্ষ থেকে বিনিয়োগ বিষয়ক ব্রিফিং এবং কোরীয় ভোগ্যপণ্য প্রদর্শন করা হয়। দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয়ের তথ্যমতে, এর ফলে মোট ৪৪ দশমিক ১১ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ২৪টি রপ্তানি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তিগুলোর সূত্রপাত হয় গত সোমবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং ও প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সম্মেলনের মধ্য দিয়ে। ২০১৭ সালে সিউল যখন যুক্তরাষ্ট্রের তৈরি থাড (THAAD) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করে, তখন থেকেই বেইজিংয়ের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে। এই সম্মেলনকে দ্বিপক্ষীয় সম্পর্কের সেই তিক্ততা কাটিয়ে ওঠার একটি বড় বাঁক হিসেবে দেখা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, লির সঙ্গে আসা প্রতিনিধিদলে ১৬১টি প্রতিষ্ঠানের ৪০০ জন সদস্য ছিলেন। এর মধ্যে স্যামসাং, এসকে, হুন্দাই এবং এলজির মতো বড় শিল্পগোষ্ঠীর শীর্ষ নির্বাহীরাও ছিলেন। কোরিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জানিয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করতে সোমবার বিভিন্ন কোম্পানির মধ্যে ৩২টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো আলিবাবা ও শিনসেগে গ্রুপের মধ্যকার চুক্তি। এই চুক্তির লক্ষ্য হলো আলিবাবার প্ল্যাটফর্ম ব্যবহার করে দক্ষিণ কোরিয়ার দামি পণ্যগুলো বিশ্বজুড়ে প্রচার করা, যাতে আগামী পাঁচ বছরে বার্ষিক লেনদেন ১ ট্রিলিয়ন ওন (৬৯০ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার) ছাড়িয়ে যায়।

অন্যান্য চুক্তির মধ্যে ছিল কনটেন্ট ডেভেলপমেন্ট, ফিউচার মোবিলিটি প্রযুক্তি, রোবোটিকস এবং দক্ষিণ কোরিয়ার খাদ্য ও প্রসাধনী রপ্তানি সম্প্রসারণের বিষয়গুলো। তবে ২০১৭ সালে থাড মোতায়েনের পর থেকে কোরীয় পপ সংস্কৃতির ওপর চীন যে অলিখিত নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, সে বিষয়ে কোনো সুরাহা হয়নি।

দক্ষিণ কোরিয়ার শিল্পমন্ত্রী কিম জং-কওয়ান এক বিবৃতিতে বলেন, ‘কোরীয় কোম্পানিগুলো যাতে চীনের বাজারে ব্যবসার সুযোগ আরও বাড়াতে পারে, সে জন্য সরকার সংশ্লিষ্ট সংস্থাগুলোর মাধ্যমে অনলাইন ও অফলাইন মার্কেটিং এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সংযোগসহ সার্বিক সহায়তা বৃদ্ধি করবে।’

চীন ও দক্ষিণ কোরিয়ার এই সুসম্পর্কের ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে চীন-জাপান সম্পর্কের ক্ষেত্রে। গত নভেম্বরে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তাইওয়ান প্রণালিতে সামরিক সংঘাতের ক্ষেত্রে জাপানের হস্তক্ষেপের ইঙ্গিত দেওয়ার পর থেকেই বেইজিং ও টোকিওর মধ্যে উত্তেজনা বাড়ছে।

সবচেয়ে সাম্প্রতিক ঘটনা হলো, গত মঙ্গলবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় জাপানি সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত গ্রাহকদের কাছে সামরিক ও বেসামরিক উভয় কাজে ব্যবহৃত হয় এমন পণ্য রপ্তানি নিষিদ্ধ করেছে। এদিকে গত সপ্তাহে জাপান-চীন অর্থনৈতিক অ্যাসোসিয়েশন, জাপান বিজনেস ফেডারেশন (কেইডানরেন) এবং জাপান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি তাদের বার্ষিক চীন সফর স্থগিত করার ঘোষণা দিয়েছে। ১৯৭৫ সাল থেকে প্রায় প্রতিবছর এই সফরটি অনুষ্ঠিত হয়ে আসছিল।

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

ইরানে যাচ্ছে রাশিয়ার কার্গো বিমান—ব্রিটিশ এমপির দাবি ঘিরে জল্পনা

যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ জাহাজে আছেন ৩ ভারতীয়

মার্কিন পুলিশের গুলিতে নিহত রেনি গুড ছিলেন একজন কবি

ইরান বিক্ষোভের কেন্দ্রভূমি হয়ে উঠল ইলম

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের দীর্ঘমেয়াদি পরিকল্পনা, সমর্থন আছে অন্তর্বর্তী সরকারেরও