হোম > বিশ্ব

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে বাইডেনের নির্বাহী আদেশের পরই টেক্সাসে গুলি, নিহত ১

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে বেশ কয়েকটি নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বৃহস্পতিবার এই নির্বাহী আদেশগুলো জারি করা হয়। এই ঘটনার কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুক হামলার ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

হোয়াইট হাউসের রোজ গার্ডেনে নির্বাহী আদেশ জারির সময় বাইডেন বলেন, এই দেশে আগ্নেয়াস্ত্র  সহিংসতা মহামারির রূপ নিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, নির্বাহী আদেশের মাধ্যমে নতুন পদক্ষেপ নেওয়ায় প্রেসিডেন্টকে এখন আর কংগ্রেসের অনুমোদন নিতে হবে না।  নির্দিষ্ট ধরনের বন্দুকের জন্য বিধি প্রণয়ন, ব্যাকগ্রাউন্ড যাচাই জোরদার ও স্থানীয় সহিংসতা প্রতিরোধের চেষ্টা থাকবে বাইডেনের পদক্ষেপে।

বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রে এখন যে কেউ আলাদা আলাদা অংশ কিনে সেগুলোকে জোড়া দিয়ে সহজেই ‘ভুতুড়ে অস্ত্র’ বানিয়ে ফেলতে পারে। এসব অস্ত্রের কোনো সিরিয়াল নম্বর না থাকায় সেগুলো শনাক্তও করা যায় না।

বাইডেনের নির্বাহী আদেশের ফলে মার্কিন বিচার বিভাগকে এখন ৩০ দিনের মধ্যে ‘ভুতুড়ে অস্ত্রের’ সংখ্যা কমিয়ে আনতে সহায়তা করবে এমন একটি বিধিবিধান প্রস্তাব করতে হবে।

এদিকে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে টেক্সাস অঙ্গরাজ্যের ব্রায়ান শহরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, শহরের একটি শিল্প পার্কে অবস্থিত কেন্ট মুর ক্যাবিনেটস নামের কারখানায় এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালান। গুলিতে ঘটনাস্থলেই একজন নিহত ও চারজন আহত হন। এই ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে পুলিশ।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের কলোরাডো, জর্জিয়া ও ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। প্রতিবছর এলোপাতাড়ি গুলিতে প্রায় ৪০ হাজার মানুষ নিহত হন।

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

করাচিতে শপিং মলে অগ্নিকাণ্ডে অন্তত ৬ জনের মৃত্যু

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা