হোম > বিশ্ব

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে বাইডেনের নির্বাহী আদেশের পরই টেক্সাসে গুলি, নিহত ১

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে বেশ কয়েকটি নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বৃহস্পতিবার এই নির্বাহী আদেশগুলো জারি করা হয়। এই ঘটনার কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুক হামলার ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

হোয়াইট হাউসের রোজ গার্ডেনে নির্বাহী আদেশ জারির সময় বাইডেন বলেন, এই দেশে আগ্নেয়াস্ত্র  সহিংসতা মহামারির রূপ নিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, নির্বাহী আদেশের মাধ্যমে নতুন পদক্ষেপ নেওয়ায় প্রেসিডেন্টকে এখন আর কংগ্রেসের অনুমোদন নিতে হবে না।  নির্দিষ্ট ধরনের বন্দুকের জন্য বিধি প্রণয়ন, ব্যাকগ্রাউন্ড যাচাই জোরদার ও স্থানীয় সহিংসতা প্রতিরোধের চেষ্টা থাকবে বাইডেনের পদক্ষেপে।

বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রে এখন যে কেউ আলাদা আলাদা অংশ কিনে সেগুলোকে জোড়া দিয়ে সহজেই ‘ভুতুড়ে অস্ত্র’ বানিয়ে ফেলতে পারে। এসব অস্ত্রের কোনো সিরিয়াল নম্বর না থাকায় সেগুলো শনাক্তও করা যায় না।

বাইডেনের নির্বাহী আদেশের ফলে মার্কিন বিচার বিভাগকে এখন ৩০ দিনের মধ্যে ‘ভুতুড়ে অস্ত্রের’ সংখ্যা কমিয়ে আনতে সহায়তা করবে এমন একটি বিধিবিধান প্রস্তাব করতে হবে।

এদিকে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে টেক্সাস অঙ্গরাজ্যের ব্রায়ান শহরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, শহরের একটি শিল্প পার্কে অবস্থিত কেন্ট মুর ক্যাবিনেটস নামের কারখানায় এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালান। গুলিতে ঘটনাস্থলেই একজন নিহত ও চারজন আহত হন। এই ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে পুলিশ।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের কলোরাডো, জর্জিয়া ও ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। প্রতিবছর এলোপাতাড়ি গুলিতে প্রায় ৪০ হাজার মানুষ নিহত হন।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

গুয়াতেমালায় বাস খাদে পড়ে নিহত অন্তত ১৫, আহত ১৯

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার