হোম > বিশ্ব

চিলিতে দাবানলে ২৩ জনের প্রাণহানি

চিলিতে ছড়িয়ে পড়েছে দাবানল। দেশটির নতুন আরেক অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে। দাবানলে এ পর্যন্ত দেশটিতে ২৩ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন অন্তত ৯৭৯ জন। আজ রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, অন্তত ১২টি বনাঞ্চলে আগুন ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিনির্বাপণ কর্মীরা আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত শনিবারের সর্বশেষ জরুরি আদেশটি আগে ঘোষিত বায়োবিও ও নুবল অঞ্চলের পাশাপাশি অ্যারাউকানিয়ার দক্ষিণাঞ্চলের জন্যও প্রযোজ্য হবে। 

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা বলেন, ‘আবহাওয়া পরিস্থিতির কারণে আগুন নিয়ন্ত্রণে আনা খুবই কঠিন হয়ে যাচ্ছে। অঞ্চলগুলো থেকে অন্তত ১১০০ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।’

দাবানলের আগুন নেভাতে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে চিলি। চিলির প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল বোরিক বলেন, ‘জরুরি পরিস্থিতি মোকাবিলায় বেশ কয়েকটি দেশকে এগিয়ে আসার অনুরোধ করছি।’

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

প্রায় মার্কিন নাগরিক হয়েছিলেন তাঁরা, বাগড়া দিলেন ট্রাম্প

তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারতে পারে যুক্তরাষ্ট্র— পেন্টাগনের গোপন নথি ফাঁস

আরও ৩০০ কোটি রুপির ইসরায়েলি ‘হেরন মার্ক টু’ ড্রোন কিনছে ভারত

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের